গুরু গোবিন্দ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক

Must read

আজ গুরু গোবিন্দ সিংয়ের (Guru Gobind Singh) জন্মবার্ষিকী। তিনি ছিলেন যোদ্ধা খালসা বংশের প্রতিষ্ঠাতা। তিনিই গুরু গ্রান্ট সাহেবকে শিখদের জন্য পবিত্র পাঠ্য হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। কেশ, কাঙা, কারা, কিরপান এবং কাচ্চেরার ঐতিহ্যও শুরু করেছিলেন – যা শিখরা অত্যন্ত নিষ্ঠাভরে মেনে চলেন।

গুরু গোবিন্দ সিংয়ের (Guru Gobind Singh) জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্ভারতীয় সাধারণ সম্পাদক (TMC All India General Secretary) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শিখ ধর্মের দশম এবং শেষ গুরু, গুরু গোবিন্দ সিং-এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বিশ্বজুড়ে গুরু গোবিন্দ সিং জয়ন্তী উদযাপিত হয়। এটি প্রকাশ পর্ব নামেও পরিচিত। সাধারণত ডিসেম্বর বা জানুয়ারিতে শিখ ধর্মের এই উৎসব পালন করা হয়। এই দিনে শিখরা একে অপরকে শুভেচ্ছা জানায় এবং গুরু গোবিন্দ সিং-এর শিক্ষা ও পথ অনুসরণ করার শপথ নেয়।

আরও পড়ুন-টিকিটে লেভি বসিয়ে যাত্রীভাড়া বাড়ানোর ছক রেলের, তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল

Latest article