রবীন্দ্রজয়ন্তী: কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মুখ্যমন্ত্রী এবং অভিষেকের

Must read

আজ ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তী (Rabindra Jayanti 2023)। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিবস। মঙ্গলবার সকাল থেকে রাজ্যজুড়ে কবিতা-গানে চলছে নানা অনুষ্ঠান। কোথাও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কথায়-গানে-কবিতায় চলছে রবি-স্মরণ। কবিগুরুকে (Rabindra Jayanti 2023) শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন- যুদ্ধযাত্রা আটকাতে রাশিয়ার পুরুষরা দলে দলে ‘নারী’ হচ্ছেন

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। সাহিত্য ও শিল্পে তার মহান অবদান আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে রূপ দিয়েছে এবং বিশ্বজুড়ে বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। তাঁর শিক্ষা ও দর্শন আমাদের সকলকে পথপ্রদর্শন করে চলুক।“

কবিগুরুকে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ট্যুইট করে অভিষেক জানিয়েছেন, “আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম জানাই। আমাদের অবশ্যই সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদানকে গর্বিতভাবে স্মরণ করতে হবে যা সারা বিশ্বের অগণিত মানুষের উপর একটি ছাপ রেখে গিয়েছে।“

Latest article