আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনব, কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না- বিধানসভায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের আক্রমণের পাল্টা ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার, বিধানসভায় অপারেশন সিন্দুর প্রসঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী বক্তব্যে টিপ্পনি কাটেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা। পাল্টা তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনব, কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না“।
এদিন বিধানসভায় অপারেশন সিন্দুর নিয়ে সেনাবাহিনীর অভিযানের সাফল্যের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তখন মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) টিপ্পনি কেটে অগ্নিমিত্রা বলেন, “আপনি তো পহেলগামের ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছিলেন!“ এর উত্তরে চাঁছাছোলা ভাষায় অগ্নিমিত্রাকে ধুয়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, “পহেলগাম নিয়ে বেশ করেছিলাম বলেছিলাম, আপনি পলিটিক্স বোঝেন না। ফ্যাশন বোঝেন শুধু। দু’দিন হল পলিটিক্সে এসেছেন। আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনব, কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না”।
ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “সামান্য ভদ্রতা জানে না এরা, সামান্য সৌজন্য জানেন না”। পাল্টা অগ্নিমিত্রা বলেন, “অবশ্যই বলব”। তখন মমতা বলেন, “আপনি বেশি কথা বলবেন, আপনার কীর্তিকলাপ সব জানা আছে, সেটা আর নাই বা বললাম!” এই সময় চিৎকার করে বিরোধী দলনেতা জানালেন মমতা বলেন, অপদার্থ বিজেপি দেশের সর্বনাশ করছে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…