পয়সার জন্য কোর্টে চলে যান! বিকাশকে তুলোধনা মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : কথায় কথায় কোর্টে চলে যান, কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি শুরু করেন। কিন্তু শুধু কোর্টে গেলেই হবে না, সাধারণ মানুষের কথাও ভাবুন। দায়িত্বশীল হোন। সিপিএম নেতা প্রাক্তন মেয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই বার্তা দেন বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, কোর্টে গিয়ে সারাক্ষণ রাজনীতির কচকচানি করে মানুষকে বিপদে ফেলবেন না। এরপরই তিনি বলেন, অনেক বড় বড় কথা তো বলেন। আপনি যখন মেয়র ছিলেন কলকাতায় চার দিন জল জমে থাকত, কেন? সম্প্রতি নদিয়ার রানাঘাটের একটি পুজো কমিটির ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরিকে কেন্দ্র করে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। এদিন প্রশাসনিক বৈঠকের শেষে সেই প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণ জবাব দেন সিপিএম নেতা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। তিনি বলেন, ১১২ ফুট কেন, ৪১২ ফুটের প্রতিমা হোক, আপত্তি নেই। কিন্তু সেই প্রতিমা দেখতে গিয়ে যদি মানুষ মারা যায়? সেখানে দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের পর্যাপ্ত জায়গা রয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে। শুধু পুজো করলে হবে না, দায়িত্বশীল হয়ে করতে হবে। এমন কিছু করবেন না যাতে মানুষ পদপিষ্ট হয়ে মারা যায়।

আরও পড়ুন-বিহারে জীবিতপুত্রিকা উৎসবে প্রাণ গেল ৩৭ শিশুসহ ৪৬ জনের

Latest article