বাংলাকে বদলাতে গেলে দিল্লিতে বদল হবে, একুশের মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দলনেত্রীর

Must read

একুশে জুলাইয়ের মঞ্চ তৃণমূলের দিল্লিতে পালা বদলের ডাক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Supremo Mamata banerjee)। নির্বাচনের ডেইলি প্যাসেঞ্জারি করতে গিয়ে দুর্গাপুরের সভা থেকে বাংলায় পরিবর্তনের কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। বাংলায় পরিবর্তন করতে গেলে দিল্লিতেই পরিবর্তন হয়ে যাবে, বার্তা দিলেন তৃণমূল নেত্রী। শুধুমাত্র সেই ডাক নয়, কীভাবে সেই আন্দোলন তারও রূপরেখা একুশের মঞ্চ থেকে রচনা করে দিলেন বাংলার নেত্রী।

বারবার আন্দোলনের শপথ একুশের জুলাইয়ের শহিদ স্মরণ মঞ্চ থেকে রচনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (TMC Supremo Mamata banerjee)। ১৯৯৩ সালের আন্দোলনকে মনে করিয়ে ২০২৫-এর মঞ্চে মমতার ডাক, একুশে জুলাই নো আইডি কার্ড নো ভোট – এই আন্দোলন যদি না হত আজকে আপনারা ভোটার আইডি কার্ড আপনারা পেতেন না। সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল। ১৩ টি অমূল্য প্রাণ তাঁদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে দিয়ে গিয়েছিল। আজকের যারা ছাত্র যৌবন তার জেনে রাখুন অনেক সংগ্রাম পেরিয়ে অমেক অত্যাচার সহ্য করে আজ এই জায়গায় এসে পৌঁছেছি। এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারব।

আরও পড়ুন- বাংলা ভাষার উপর আক্রমণ: ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দলনেত্রীর, সংসদে বাংলায় ভাষণ দেবেন অভিষেকরা

যতবার বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে বাংলা বিরোধী বার্তা দিয়েছেন ততবার বাংলার মানুষ তাঁদের বিসর্জন দিয়েছে। সেই ইতিহাস মনে করিয়ে মমতার বার্তা, আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। আর এবার নোটিফিকেশন পাঠিয়েছে। একমাসের জন্য যাকেই সন্দেহ হবে তাকেই জেলে রাখা হবে। আজ এক হাজারের উপর লোক কাউকে বাংলাদেশে নিয়ে গিয়েছে। কাউকে রাজস্থান, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে এমনকি ওড়িশায় জেলে নিয়ে গিয়েছে। জুলাই মাসে দিয়েছে বেআইনি বাংলাদেশি নাগরিকদের, রোহিঙ্গাদের ডিপোর্টেশনের কাজ শুরু করতে হবে। আমাদের বলছে সেন্ট্রাল ফোর্স থেকে নোডাল অফিসার তৈরি করতে, যারা ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে। বাংলার পরিচয় থেকে বাদ দেবে।

আরও একবার বাংলার অসম্মানের তথ্য তুলে বিজেপিকে মমতার হুংকার, বাংলাভাষার উপর চলছে বিরাট সন্ত্রাস। কে কী খাবে সব ওরা ঠিক করে দিচ্ছে। বাংলা এটা মানবে না। সব মানুষের অধিকার বাংলায় রক্ষিত হবে। আপনার যে আইন তা আমরা বদলে দেব। বাংলাভাষায় কথা বলার জন্য লোকেদের ডিটেনশন ক্যাম্পের পাঠিয়েছে, আমাদের কাছে পুরো তথ্য আছে। আমরা সব ভাষাকে সম্মান করি। কিন্তু আপনি বাংলা ভাষার উপর সন্ত্রাস কেন চালাচ্ছেন। বাংলা স্বাধীনতা সংগ্রাম করেছিল, বাংলা নবজাগরণ ঘটিয়েছিল। বাংলা যা পারে আর কেউ তা পারে না। তাই মনে রাখবেন বাংলার মাটি দুর্জয় ঘাঁটি।

২০২৫-এর একুশের মঞ্চ থেকে সেই দুর্বৃত্ত বিজেপিকে দিল্লি থেকে উৎখাত করার ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, বিজেপির দিল্লির রাজকে ভাঙো। যারা বাংলাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে তাদের আমরা সম্মান দিই না, অসম্মানও করি না। কিন্তু মনে রাখবেন বাংলাভাষার উপর যে সন্ত্রাস, বাঙলার লোকেদের যদি গ্রেফতার করা হয় বাংলা বলার জন্য তাহলে জেনে রাখুন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে।

Latest article