”ভোট এলেই দুর্যোধন, দুঃশাসনরা আসেন”- নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরকে তীব্র আক্রমণ তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। মঙ্গলবার, বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে অমিত শাহের অনুপ্রবেশ মন্তব্যের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, ”বাংলাতেই শুধু অনুপ্রবেশ হচ্ছে? কাশ্মীরে হচ্ছে না। তাহলে পহেলগাম হামলা কে করল? দিল্লি বিস্ফোরণ কে করল? আপনারা করলেন?”
আর কয়েকমাসের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই ফের বঙ্গে ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছেন বিজেপির দিল্লির নেতারা। নরেন্দ্র মোদির পরে এবার বঙ্গ সফরে অমিত শাহ। তা নিয়ে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। নাম না করে মোদি-শাহকে দুর্যোধন, দুঃশাসন বলে কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, ”ভোট এলেই দুর্যোধন, দুঃশাসনরা আসেন।”
আরও পড়ুন- আব্বাসউদ্দিন আহমেদের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
এদিন সকালেই অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, সীমান্ত কাঁটাতার বসাতে জমি দিচ্ছে না রাজ্য। এর পাল্টা অনুপ্রবেশ ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। প্রশ্ন তুলে তোপ দেগে তিনি বলেন, ”বাংলাতেই শুধু অনুপ্রবেশ হচ্ছে? কাশ্মীরে হচ্ছে না। তাহলে পহেলগাঁও হামলা কে করল? দিল্লি বিস্ফোরণ কে করল? আপনারা করলেন?”
সেই সভা থেকেই জমি নিয়ে অমিত শাহের অভিযোগের জবাব দেন মুখ্যমন্ত্রী। বলেন, ”রাজ্যে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেয়নি। জমি না দিলে তারকেশ্বর, বিষ্ণুপুর লাইন কে করে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় করে গিয়েছে। জমি না দিলে ইসিএলের জমিগুলি কয়লা তোলার জন্য কথা থেকে আসত।”
ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় জমি যে দেওয়া হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”বনগাঁ, পেট্রোপলে জমি কে দিয়েছে, ঘোজাডাঙ্গা, চ্যাংরাবান্ধায় জমি কে দিয়েছে?” অন্ডাল বিমানবন্দর, পানাগড়েও যে জমি দেওয়া নিয়েও শাহকে জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

