গঙ্গাসাগর থেকে ফেরার পথে ফের SIR নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার, ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “জীবিতদের মৃত করছে। নাকে নল দিয়ে মানুষকে টেনে আনছে। আপনারা নিজেরা খতিয়ে দেখুন। আমাকে ভালবাসতে হবে না। মানুষকে ভালবাসুন।” বিজেপির (BJP) আইটি সেলকেও (IT Cell) নিশানা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
বাংলায় চলা এসআইআর ইস্যুতে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, “SIR নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন“। নির্বাচন কমিশনকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন অ্যাপ বানিয়েছে বলেও এদিন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টিকে সম্পূর্ণ “অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক” বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন- বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা-মারধর! ৮ পরিযায়ী শ্রমিককে হেনস্থা ছত্তিশগড়ে
কলকাতায় ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”ভুলভাল করছে কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে। বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে।” পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধানের অভিযোগ, বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন অ্যাপ তৈরি করেছে। বলেন, ”যে অ্যাপ করানো হয়েছে বিজেপির আইটি সেল দিয়ে, তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। এভাবে চলতে পারে না।”
গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, ”গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা, হাসপাতালের ব্যবস্থা, চিকিৎসকের ব্যবস্থা, অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রয়েছে।” যানবাহনের পর্যাপ্ত ব্যবস্থা থাকছে বলেও জানান মমতা। বলেন, ”পর্যাপ্ত বাস থাকছে মেলার জন্য। একটাই সিঙ্গেল টিকিটেই তাতে যাত্রা করা যাবে।”

