বিজেপির মতো আমরা প্রকল্প চালু করে বন্ধ করে দিই না। আমরা যা বলি তাই করি। সোমবার মুর্শিদাবাদের প্রশাসনিক জনসভা থেকে বিজেপি-সিপিএমকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেন, বিজেপি ও সিপিএম ভোটের আগে আমাকে বলেছিল আমি দালালি করি। তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বলছি, তোমরা যা কাল করো, আমরা আজ করি। তোমাদের মতো চালু করে কোন প্রকল্প আমরা বন্ধ করে দিই না। আমরা যা বলি তাই করি। আগামী দিন আরও বেশি করে করব।
আরও পড়ুন- বিরলের মধ্যে বিরল নয়! আর জি করের ধর্ষণ- খুনে দোষীর যাবজ্জীবন সাজা
তাঁর (CM Mamata Banerjee) কথায়, বাংলার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী আজ মডেল। আমাদের দেখাদেখি অন্য রাজ্য তা চালু করেছে। কিন্তু চালাতে পারেনি, অনেক রাজ্যই বন্ধ করেছে এইসব প্রকল্প। কিন্তু আমরা যা বলি তাই করি। আমাদের রাজ্যে কোনও প্রকল্প বন্ধ হয় না। মুখ্যমন্ত্রী বলেন, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করেছে। আমরা ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া মিটিয়েছি। আবাসের টাকা দেয়নি কেন্দ্র, আমরা বাংলার বাড়ি দিয়েছি গরিব মানুষকে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক রাস্তা করেছি গ্রামের। মুখ্যমন্ত্রী এদিন গর্জে উঠে জানান, যাঁরা যন্তরমন্তরে ১০০ দিনের কাজের দাবিতে সরব হয়েছিল, তাঁদের সবাইকে দিল্লি পুলিশ নোটিশ পাঠাতে এসেছিল। আমাদের লোকেরা মিটিং করলে ১৪৪ ধারা। আর তোমাদের লোকেরা গুন্ডামি করলে কত ধারা? একটা চুনোপুঁটি রাষ্ট্রমন্ত্রী সময় দিয়ে দেখা করেননি আমাদের এমএল-এমপিদের সঙ্গে। এদের আবার বড় বড় কথা।
এদিন ওবিসি শংসাপত্র নিয়েও গুরুত্বপূর্ণ বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। বলেন, ওবিসি সার্টিফিকেট নিয়ে চিন্তা করবেন না। কোর্টের নির্দেশ হয়েছে। আমরা বড় বড় আইনজীবী দিয়েছি। সুপ্রিম কোর্ট বিষয়টা দেখে বিচার করবে। আমরা অলরেডি সার্ভে শুরু করেছি। যেমন ২৬ হাজার শিক্ষককে একতরফা বাতিল করা হয়েছে, সেরকম ওয়াকফ প্রপার্টি দখল করতে হবে, ওবিসি সার্টিফিকেট কেড়ে নিতে হবে, এনআরসি চালু করতে হবে, এগুলো বিজেপির কথা। আমি থাকতে এগুলো করতে দেবো না।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…