বঙ্গ

SIR-এর নামে বাংলায় অশান্তি! বিজেপি-কমিশনকে একযোগে আক্রমণ মুখ্যমন্ত্রীর, শান্তিবজায় রাখার আবেদন

SIR-এর নামে পরিকল্পিতভাবে বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে! শুক্রবার উত্তরবঙ্গ যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের বিজেপি ও নির্বাচন কমিশনকে (Election Commission) এক তিরে বিদ্ধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপি (BJP) জানে বাংলায় ভোটে জিততে পারবে না। তাই এসআইআর এর নাম করে ওরা বাংলায় অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। পরিকল্পিতভাবে ঘোঁট পাকানো হচ্ছে।” বেলডাঙায় ‘সংখ্যালঘুদের ক্ষোভ বৈধ’ বলে দাবি করে রাজ্যের প্রশাসনিক প্রধানের আবেদন, “বেলডাঙায় কাদের প্ররোচনা আছে আপনারা জানেন। আমি বলব শান্তিবজায় রাখুন।”

ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনে উত্তপ্ত বেলডাঙা। এদিন সকাল থেকে পথ, ট্রেন অবরোধে উত্তপ্ত গোটা এলাকা। এবিষয়ে উত্তরবঙ্গে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee) বলেন, “বেলডাঙায় কাদের প্ররোচনা আছে আপনারা জানেন। আমি বলব শান্তিবজায় রাখুন। জুম্মাবারে ওঁদের জমায়েত হয়। চিরকালই হয়। আমাদের দুর্গাপুজো, শিবরাত্রিতেও জমায়েত হয়। আমি কি বারণ করতে পারি? ওঁদের ক্ষোভ সঙ্গত। আমি বলব, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। শান্তি বজায় রাখুন।” বিজেপি অশান্তি করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। এর পরেই বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ করে মমতা বলেন, “ডাবল ইঞ্জিন সরকার প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে। একদিকে নাম কাটছে, অন্যদিকে আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। এর থেকে নক্কারজনক আর কী হতে পারে? ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে অত্যাচার করা হচ্ছে। আমরা বিষয়টি দেখছি। কোর্টে মামলা হয়েছে। আমি ওই সব পরিবারের পাশে আছি।”। বিজেপির দিকে আঙুল তুলে তিনি বলেন, “এই অত্যাচার যারা করছে, তারাই আবার আশা করছে বাংলার মানুষ তাদের ভোট দেবে!”

আরও পড়ুন- ট্রাম্পকে ‘তুষ্ট’ করতেই নোবেল শান্তি পুরষ্কার উপহার! মাচাদোর লক্ষ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদ

এর পরেই এসআইআর নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। কমিশনের বিরুদ্ধে আবার তোপ দেগে মমতা বলেন, “হোয়াট্‌সঅ্যাপে নোটিশ পাঠাচ্ছে। এখন বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না। ডোমিসাইল সার্টিফিকেট চলবে না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড চলবে না।“

নাম কাটার প্রসঙ্গে মমতা বলেন, “অমর্ত্য সেন, লক্ষ্মীরতন শুক্লা, জয় গোস্বামী, দেব- এদেরও নাম বাদ দেওয়া হয়েছে। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?” এমনকী ডোমিসাইল সার্টিফিকেটও গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “যে সার্টিফিকেট সর্বত্র মানা হয়, শুধু বাংলাতেই তা অগ্রাহ্য করা হচ্ছে।”

নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রককে একযোগে নিশানা করে করে মমতা বলেন, “তাহলে কি ভোট করবে ইলেকশন কমিশন, হোম মিনিস্টার আর বিজেপি পার্টি মিলে? এভাবে চললে ১ শতাংশ ভোটারও থাকবে না।কোনও রাজ্যে এগুলো হচ্ছে না। শুধু বাংলাতেই সব আটকানো হচ্ছে। তাহলে কি নির্বাচন কমিশন ঠিক করবে?”

শেষে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। গণতন্ত্র রক্ষার লড়াই আরও জোরদার হবে।” কমিশনের উদ্দেশে বার্তা দেন, “চেয়ারের মর্যাদা, পরম্পরা আর নিরপেক্ষতা রক্ষা করুন। তাহলে মানুষ আপনাদের শ্রদ্ধা জানাবে।”

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

9 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

10 hours ago