কেন্দ্রে টোটাল আনস্টেবল সরকার চলছে। দুটো দলকে নিয়ে দেখাচ্ছে স্টেবল সরকার চালাচ্ছে। আদতে তা নয়। বুধবার বিধানসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে চড়া সুরে আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মণিপুর নিয়েও দিলেন তীব্র খোঁচা। সাফ জানিয়ে দিলেন, ধিক্কার ওই সরকারকে। আমাদের দরকার নেই এমন সরকারের। একইসঙ্গে জিএসটি নিয়েও কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- বৃহৎ শিল্পে লগ্নি টানার নিরিখে দেশের মধ্যে প্রথম তিনে বাংলা, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
কেন্দ্র ও বিজেপিকে একযোগে নিশানা করে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) এদিন বলেন, একটা মণিপুর চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে, আবার তারা নাকি চালাবে বাংলা? মনে রখবেন, বাংলা একদিন ভারতের রাজধানী ছিল। এই বাংলাকে তাচ্ছিল্য করবেন না। আপনারা দেশকে টুকরো করার চেষ্টা করছেন, তা একদম করবেন না। এটা আমরা মানব না। কেন্দ্রকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হিরেতে জিএসটি নেই, কিন্তু জিরেতে জিএসটি আছে। এটা তো কেন্দ্রের সরকার করে রেখেছে। আমরা অনেক বার বলেছি। তারপর এখন একটা কাউন্সিল করেছে, চন্দ্রিমা আছে ওই কমিটিতে। এরপরই তাঁর তোপ, জিএসটি করে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। আমাদের প্রাপ্য দিচ্ছে না। কোনও কথা শুনছে না। আমরা আমাদের টাকায় সব করছি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব কাজ আমরা নিজেদের কোষাগার থেকে করছি। আর কেন্দ্র জিএসটি করে সব টাকা নিয়ে চলে যাচ্ছে। আসলে কেন্দ্রই আর্থিক সংকটে রয়েছে। তাঁর কথায়, বিজেপি শুধু ভুল এজেন্সি দিয়ে কাজ করে।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…