SIR: ভোটারদের নাম যেন বাদ না যায়, BLO প্রশিক্ষণ নিয়ে জেলাশাসককে তোপ মুখ্যমন্ত্রীর

Must read

স্পেশাল ইনটেনসিভ রিভিউ (SIR) তথা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মাঝে গত সপ্তাহে বিএলও-দের প্রশিক্ষণ দিচ্ছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। তবে একথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব মনোজ পন্থের কানেই ওঠেনি। কেন একথা জানানো হল না এই নিয়ে সোমবার বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করে বলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বুথ লেভেল অফিসার তথা বিএলও-দের স্পষ্ট বার্তা দেন, “বিএলও-রা রাজ্য সরকারের কর্মচারী। সুতরাং তাঁদের দেখতে হবে ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়।” এদিকে জেলাশাসকের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের প্রশাসনিক প্রধান। ক্ষোভ উগরে তিনি বলেন, “ডিএমদের চোখ কান খোলা রাখতে হবে। আমি অনেক সময় দেখছি ডিএমরা অধঃস্তনদের দায়িত্ব দিয়ে দিচ্ছে। তারা খেয়াল রাখছে না। বাংলা থেকে ১ হাজার লোককে প্রায় দিল্লিতে ট্রেনিং দিতে নিয়ে গিয়েছে। আমি জানতাম না। ডিএমদের উচিত ছিল আমাকে জানানো। সিএসকে জানানো।”

আরও পড়ুন- ”বিজেপির চাটুকারিতা, দাসত্ব করছে কমিশন” বিমানবন্দর থেকে বিজেপিকে নিশানা অভিষেকের

বিএলও-দের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমার অনুরোধ যাতে কারও নাম ভোটার তালিকা থেকে বাদ যেন না যায় সেটা দেখার। নির্বাচন কমিশন যে তালিকা তৈরি করার করবে। যখন ভোটের দিনক্ষণ প্রকাশ হবে, তারপর নির্বাচন কমিশনের দায়িত্ব। মনে রাখবেন আপনারা রাজ্য সরকারি কর্মী। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, চারদিন গেলেন, সে নেই, হয়তো বেড়াতে গিয়েছে। তা বলে তাঁর নাম বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তাঁর অস্তিত্ব আছে কিনা। চারদিকে যাঁরা বাংলা ভাষায় বলছে তাঁরা হেনস্থার শিকার হচ্ছেন। এই মানুষগুলির পাশে আমাদের দাঁড়াতে হবে।”

Latest article