জল ছাড়বে, ত্রাণ দেবে না, মুখ্যমন্ত্রীর নিশানায় ডিভিসি

Must read

প্রতিবেদন : একেই রাজ্য জুড়ে চলছে নিম্নচাপ এবং বর্ষার জেরে ভারী বৃষ্টি। এর মধ্যে ডিভিসি জল ছেড়ে ইচ্ছাকৃত বন্যা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এবার এই নিয়েই ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী ডিভিসি-র একতরফা ভাবে জল ছাড়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। এদিন প্রতিবাদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আপনি জল ছেড়ে যাবেন, কিন্তু বন্যার ত্রাণ দেবেন না, একটাকাও দেবেন না। লজ্জা করে না? আবার ভোট চাইতে আসে, খালি মিথ্যা কথা বলে। সব সময় মিথ্যাচার করে। এভাবে বেশি দিন টিকবে না।

আরও পড়ুন- বাংলায় কথা বলব, ক্ষমতা থাকলে ডিটেনশন ক্যাম্পে রাখো: চ্য়ালেঞ্জ মুখ্যমন্ত্রীর, আক্রমণের প্রতিবাদের ঝড় উঠবে

তাঁর সাফ কথা, আমি বাংলায় কাজ করি ঠিক আছে কিন্তু আপনারা যদি বাংলাকে ডিস্টার্ব করেন তাহলে আমি পুরো হিন্দুস্তানে ঘুরব।

জানা গিয়েছে, ডিভিসির জল ছাড়ার জন্য ইতিমধ্যেই বহু এলাকা, জমি, গ্রাম ও জনপদ জলমগ্ন হয়ে গেছে। এই পরিস্থিতির মোকাবিলায় রাজ্য প্রশাসন তৎপরতা শুরু করেছে। পরিস্থিতির উপর নজর রাখতে এবং দ্রুত ব্যবস্থা নিতে জেলাভিত্তিক দায়িত্ব ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

Latest article