বিজেপির ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। SIR-এর নামে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, বিজেপির কথা চলছে কমিশন। একই সঙ্গে মোদির পাশে সব চোরেরা রয়েছে বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র চোরেদের আঁখড়া।
এদিন বর্ধমান শহরের প্রশাসনিক সভা থেকে কমিশনকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee) বলেন, “দয়া করে বিজেপির ললিপপ হবেন না। তাহলে দেশের মানুষ ক্ষমা করবেন না।” তাঁর কথায়, “বার বার আসে আর বলে, বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে। ১৯৪৭ সালের পরে যখন দেশ ভাগ হয়েছিল, তখন আপানারা কী করেছিলেন? বাংলা আর পঞ্জাব ভাগ করেছিলেন। গিয়ে দেখুন, আন্দামান সেলুলার জেলে। ৭০ শতাংশ ছিলেন বাংলার আর পঞ্জাবের। তাই ওরা বাংলা আর পঞ্জাব তৈরি করেছিল। বাংলাদেশ তো আমরা করিনি, তোমরা করেছ। আমাদের ভাষা যদি এক হয়, আমরা কী করতে পারি?”
আরও পড়ুন- আনন্দপুরে গেস্ট হাউস থেকে উদ্ধার পানশালার ডান্সারের দেহ
মোদিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ”আপনার চেয়ারকে সম্মান করি, কিন্তু প্রশ্ন করতেই হবে, বাংলাকে চোর কেন বললেন প্রধানমন্ত্রী?” নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, ”আপনাদের ডবল ইঞ্জিন সরকার – উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সবচেয়ে বড় চোর। আপনি চোর সর্দারদের নিয়ে মিটিং করেন।”