নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপের জেরে রাজ্যে আবারও আত্মঘাতী মহিলা বিএলও। তাঁর আত্মহত্যার ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন নির্বাচন কমিশনের কাছে। এই এসআইআরের জন্যে আর কতজন মানুষের প্রাণ যাবে। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আত্মঘাতী মহিলা বিএলও-র ছবি এবং তাঁর লেখা সুইসাইড নোট শেয়ার করেছেন। এরপর তিনি লিখেছেন, “আজ কৃষ্ণনগরে আরও একজন বিএলও আত্মহত্যা করেছেন। তিনি একজন মহিলা পার্শ্বশিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত। এসি ৮২ চাপড়ার ২০১ নম্বর পার্টের বিএলও, শ্রীমতি রিঙ্কু তরফদার। আজ তাঁর বাড়িতে আত্মহত্যা করার আগে সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দোষারোপ করেছেন।” নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন,”আর কত প্রাণ যাবে? এই এসআইআরের জন্য আরও কতজনকে মরতে হবে? এই প্রক্রিয়ার জন্য আমরা আরও কত মৃতদেহ দেখতে পাব? এটি এখন সত্যিই উদ্বেগজনক হয়ে উঠেছে!”
আরও পড়ুন- নির্বাচন কমিশনের অতিরক্ত চাপ, রাজ্যে ফের আত্মঘাতী মহিলা বিএলও
শনিবার সকালে নিজের বাড়িতেই তিনি আত্মঘাতী হন রিঙ্কু। ঘটনাস্থল থেকে দীর্ঘ একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। শেষ চিঠিতে সরাসরি কমিশনকে কাঠগড়ায় তুলেছেন তিনি। লিখেছেন, ‘আমার এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন দায়ী। এই মানসিক কাজের চাপ আমি নিতে পারছি না।… বিএলও কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসলে তা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়।’

