ফের মুখ্যমন্ত্রীর নিশানায় মোদি সরকার: বললেন, রাজ্যের প্রাপ্য টাকায় থাবা বসাচ্ছে কেন্দ্র

Must read

ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নিশানায় কেন্দ্রের মোদি সরকার (Modi Government)। বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) অভিযোগ, কেন্দ্র (Modi Government) তো টাকা দিচ্ছে না উল্টে রাজ্যের টাকায় থাবা বসাচ্ছে। বৃহস্পতিবার টাউনহলের উদ্বোধনে গিয়ে প্রকাশ্যে আরও একবার এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।

এদিন টাউনহলে ডব্লিউবিসিএস (WBCS) আধিকারিকদের এক অনুষ্ঠানে উপস্থিত হয় কেন্দ্রকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডিসেম্বর মাস থেকে টাকা দিচ্ছে না কেন্দ্র। ১০০ দিনের কাজ করে টাকা পাচ্ছে না রাজ্যের মানুষ। কেন্দ্র তো টাকা দিচ্ছি না উল্টে রাজ্যের টাকায় থাবা বসাচ্ছে। একই সঙ্গে এদিনের অনুষ্ঠান থেকে রাজ্য আমলাদের কাজের জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, করোনাকালে আপনারা যেভাবে কাজ করেছেন তাতে আমরা গর্বিত। অনুষ্ঠান থেকে ডব্লিউবিসিএস আধিকারিকদের জন্য বেশকিছু ঘোষণা করেন।

আরও পড়ুন: নবগঠিত ঐতিহাসিক টাউন হল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন ডব্লিউবিসিএস আধিকারিকরা বেতনের ঊর্ধ্বসীমায় পৌঁছনোর পর প্রতি মাসে ১০ হাজার টাকার বিশেষ ভাতা পাবেন। একই সঙ্গে তাঁদের শরীর-স্বাস্থ্য পরীক্ষার বিশেষ ব্যবস্থাও করা হবে। এছাড়াও আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের সকল ভাতা সমান করার কথাও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে রাজ্য ও কেন্দ্রের আমলাদের বেতনের ফারাক কিছুটা কমবে। একইসঙ্গে রাজ্যে ফের জেলার সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।

Latest article