সন্দেশখালির সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে একতিরে রাম-বামকে বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, সন্দেশখালির মিশনমাঠে পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। আর সেই মঞ্চ থেকে মহিলাদের সাবধান করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেন, ”দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না।” এরপরই বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ”আমি জানি এখানে টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো, সবটাই ভাঁওতা, মিথ্যে বেশিদিন চলে না।” সিপিএমকে আক্রমণ করেন মমতা বলেন, ”ওটা নরকঙ্কাল, অত্যাচারীর দল। এদের মিথ্য কথায় ভুলবেন না।”
এদিন মঞ্চ থেকে অনুষ্ঠানে থেকে ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬টি প্রকল্প, আরও টাকা খরচ করে ৪২টি প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সভার শুরুতেই মা-বোনেদের প্রণাম জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সন্দেশখালির মা-বোনেরা যেনে রাখুন, সব মা-বোনেরা আমাদের গর্ব। স্বাস্থ্যসাথী কার্ড আমরা মা-বোনেদের নামে করেছি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। ২০ হাজার মামুষের কাছে পরিষেবা পৌঁছবে। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, উত্তর চব্বিশ পরগনায় নতুন সাব ডিভিশন হবে। কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য নতুন সাব ডিভিশন করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, স্থানীয়দের দাবি মেনে, সন্দেশখালির ২ নম্বর ব্লকে ঝুপখালিতে বাড়মাজুর ১ নম্বর ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে। সন্দেশখালিতে বাঁধ, সুস্বাস্থ্যকেন্দ্র, রাস্তা, জল সংশোধনাগার-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন হয়েছে এদিন। একই সঙ্গে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ করা হবে বলে ঘোষণা করে রাজ্যের প্রশাসনিক প্রধান।
আরও পড়ুন- নতুন বছরেই বদলাচ্ছে স্টার থিয়েটারের নাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালির অশান্তির কথা উল্লেখ না করেও এদিন এক তিরে বাম-বিজেপিকে বিদ্ধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “টাকার অঙ্কে খেলা হয়েছে। মানুষকে ভুল বোঝানো হয়েছিল। পরে দেখলেন তো, সবটাই ভাঁওতা, মিথ্যে বেশিদিন চলে না।”
এর পরেই সন্দেশখালির মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী সাবধানবাণী, “সকলে মিলেমিশে থাকবেন। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না।” তার কথায়, “আমি চাই সন্দেশখালির ছেলেমেয়েরা এগিয়ে যাক।”
সরাসরি বিজেপির নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির অনেক টাকা আছে, কিন্তু সেটা অন্যায়ের টাকা। ওই টাকায় হাত দেবেন।“ এর পরেই সিপিএমকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “সবথেকে বেশি মানুষকে অত্যাচার করত যারা, তারা এখন বড় বড় কথা বলছে। ওটা নরকঙ্কাল, অত্যাচারীর দল। এদের মিথ্য কথায় ভুলবেন না। মনে রাখবেন, দিদিকে বললে দিদি কাজ করবে।“
একই সঙ্গে সন্দেশখালির মঞ্চ থেকে ফের সরকারি প্রকল্পের জন্য কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বলেন, “আপনার টাকা, আপনার অধিকার। আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না। কাউকে টাকা দেবেন না।”