সংসদে লজ্জাজনক উক্তি খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ঋষি বঙ্কিমকে ‘বঙ্কিমদা’ সম্মোধনে ভুল ধরিয়ে দেওয়ার পরও ক্ষমা চাননি নরেন্দ্র মোদি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অপমানে নাক খত দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata banerjee)। মঙ্গলবার কোচবিহারে দলীয় মঞ্চ থেকে নাম না করে মমতা দাবি করেন, নাক খত দিলেও জনগন তাঁকে ক্ষমা করবেন না।
সংসদে তৃণমূল সাংসদ সৌগত রায় নরেন্দ্র মোদির অসম্মানজনক সম্মোধন ধরিয়ে দেওয়ার পরেও এতটুকু লজ্জিত হতে দেখা যায়নি বাংলা-বিরোধী বিজেপির একজন নেতাকেও। সেই প্রসঙ্গই কোচবিহারের দলীয় সভা মঞ্চ থেকে টেনে আনেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি জানান, কাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা। যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র যিনি জাতীয় গীত রচনা করেছিলেন তাঁকে এই টুকু সম্মান দিলেন না। আপনাদের তো নাকখত দেওয়া উচিত জনগনের কাছে। তাতেও ক্ষমা হবে না।
আরও পড়ুন- বাংলা মাথা নত করবে না: ১০০ দিনের কাজে কেন্দ্রের ‘শর্ত’ ছিঁড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর
বাস্তবে এটা যে বাংলার সংস্কৃতিকে অপমান, এদিন মঞ্চ থেকে তাও স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। তিনি প্রশ্ন তোলেন, আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, সংস্কৃতিকে, আন্দোলনকে। স্বাধীনতা আন্দোলন করেছিল কারা? বাংলায়। ৯০ শতাংশ লোক বাংলায় জেলে ছিল, ফাঁসির কাঠে গিয়েছিল, শহীদ হয়েছিল। আর ছিল কিছু পঞ্জাবী। কোথায় ছিলেন আপনারা?
এই প্রসঙ্গেই শুধুমাত্র বঙ্কিমচন্দ্র নয়, রাজা রামমোহন রায়, ক্ষুদিরাম বসুর অপমানের প্রসঙ্গও টেনে আনেন তৃণমূল নেত্রী। তিনি মনে করিয়ে দেন, রাজা রামমোহন রায়কে বলে দিলেন তিনি না কি দেশপ্রেমিক নন। ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী। বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন।

