মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ, কেন্দ্র-যোগী সরকারকে তির ছুড়লেন মুখ্যমন্ত্রী

Must read

মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ (Maha Kumbh) হয়ে গিয়েছে। কোনও প্ল্যানিং না করার জন্য এত মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিধানসভায় জবাবি ভাষণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তির ছুঁড়লেন কেন্দ্র ও ‘ডাবল ইঞ্জিন’ যোগী সরকারের দিকে।

মুখ্যমন্ত্রী মহাকুম্ভে (Maha Kumbh) মহা বিপর্যয় প্রসঙ্গে এদিন বলেন, বলছে নাকি ৩০ জন মারা গিয়েছে? কত? হাজার হাজার। পবিত্র জল এখন বিষাক্ত হয়ে গিয়েছে। মৃতদেহ নিয়ে যারা হাইপ তুলছেন আর কোটি কোটি টাকা কামাচ্ছেন তাদের আমি ঘৃণা করি। তিনি আরও বলেন, এইসব সিরিয়াস বিষয় নিয়ে এত হাইপ তুলতে নেই। প্রপার প্ল্যানিং করতে হয়। মহাকুম্ভে এত লোক মারা গেল। কটা কমিশন করেছেন? এমনকী আমার রাজ্যে যে ডেডবডি এসেছে, তাতে একটা ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেননি। শুধু একটা হ্যান্ড নোট। এরপর তো বলবেন যে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, যাতে ক্ষতিপূরণ দিতে না হয়। তিনি এ প্রসঙ্গে গঙ্গাসাগর মেলার দৃষ্টান্তও তুলে ধরেন। বলেন, আমরা গঙ্গাসাগর মেলার সময় কোনও ভিভিআইপিকে অ্যালাও করি না। আপনারা মহাকুম্ভের জায়গাটা বিষাক্ত করেছেন। আপনারা ধর্ম বিক্রি করে দেশ ভাগ করছেন। আমরা ধর্ম বিক্রি করি না। ভিআইপিদের জন্য ভো-ভো করতে করতে গরিবদের মারছেন। একইসঙ্গে তাঁর তোপ, কেএমডিএ সিরিয়াস ইস্যুতে লেবাররা মারা গেল। আপনারা কমিশন পাঠালেন। আর কুম্ভ নিয়ে আপনারা কটা কমিশন পাঠিয়েছেন?

আরও পড়ুন- কেন অবৈধ অভিবাসীদের শিকল বেঁধে পাঠালো? বিধানসভায় আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী

Latest article