জটু লাহিড়ীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

প্রয়াত রাজ্যের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী (Jatu Lahiri)। আজ, বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাওড়ার শিবপুর কেন্দ্রের পাঁচবারের বিধায়ক ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি। গত বছর অক্টোবর মাসেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বহুদিন ধরেই আইসিইউ-তে ছিলেন তিনি। এরপর বছরের শুরু থেকেই তাঁর শারীরিক সমস্যাগুলির চিকিৎসা চলছিল বাড়িতেই। এরপর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশিষ্ট রাজনীতিবিদ জটু লাহিড়ীর (Jatu Lahiri) প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। বর্ষীয়ান রাজনীতিজ্ঞ জটুদার সঙ্গে আমার দীর্ঘদিনের হৃদ্য সম্পর্ক ছিল। তাঁর স্মৃতি চির অমলিন থাকবে। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি জটু লাহিড়ীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

২০১৬ সালে রাজ্য বিধানসভা গঠনের সময় প্রটেম স্পিকার হয়েছিলেন জটু লাহিড়ী। প্রয়াত বিধায়কের স্ত্রী আগেই মারা গিয়েছেন। এক মেয়েকেও হারিয়েছিলেন তিনি। রেখে গেলেন, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিকে।

আরও পড়ুন: GST-র প্রাপ্য না দেওয়া নিয়ে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, জটু লাহিড়ি ছিলেন হাওড়া শিবপুরের তৃণমূল বিধায়ক। তবে ২০২১ বিধানসভা নির্বাচনে তিনি দলের তরফে টিকিট পাননি। আর তাই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে BJP-তে যোগ দিয়েছিলেন জটু লাহিড়ি। শুধু তাই নয় পদ্ম শিবিরে গিয়ে সেখানে দলের রাজ্য কমিটিতেও ঠাঁই পান এই প্রবীণ রাজনীতিবিদ।

জটু লাহিড়ীর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। বলেছেন, ‘‘তিনি দীর্ঘ দিন আমাদের কর্মী ছিলেন। একসঙ্গে আমরা বহু লড়াই করেছি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ওঁকে আমি শ্রদ্ধা করি।’

Latest article