অভিনেত্রী সোনালি চক্রবর্তীর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

প্রয়াত অভিনেতা শঙ্কর চক্রবর্তীর স্ত্রী সোনালি চক্রবর্তী। সোমবার ভোর ৪টেয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আজ কলকাতায়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৯ বছর। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন সোনালি। সোনালির স্বামী টলিউড অভিনেতা শংকর চক্রবর্তী (Shankar Chakraborty) জানান, গত দুদিন ধরেই অসুস্থতা বেশি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। সোনালি চক্রবর্তীর (Sonali Chakraborty) মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী বলেন, “বিশিষ্ট  অভিনেত্রী সোনালি চক্রবর্তীর (Sonali Chakraborty- Mamata Banerjee)  প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর মৃত্যু অভিনয়  জগতের এক বড় ক্ষতি। আমি সোনালি চক্রবর্তীর স্বামী শংকর চক্রবর্তী সহ অন্যান্য পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।“

আরও পড়ুন-আইপিএস অফিসারদের ডেপুটেশনে পাঠানোয় ব্যর্থ বিজেপি শাসিত রাজ্যগুলি

সোনালি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র দাদার কীর্তি, সংসার সংগ্রাম ইত্যাদি। চলচ্চিত্র ছাড়াও জননী, গাঁটছড়া ইত্যাদি জনপ্রিয় টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। আটের দশক থেকে বড় পর্দায় নিয়মিত অভিনয় করেছেন সোনালি (Sonali Chakraborty)। সঙ্গে ছিল টিভি সিরিয়াল এবং মঞ্চে অভিনয়। অভিনেতা শংকর চক্রবর্তী সঙ্গে বিয়ে হয় তাঁর। দীর্ঘদিন অভিনয় জীবন চালিয়ে গিয়েছেন। তবে অসুস্থতার কারণে বেশ কিছুদিন তাঁকে পর্দায় আর দেখা যাচ্ছিল না। এবার দীপাবলিতেও শংকরের সঙ্গে বাড়িতে প্রদীপ জ্বালিয়েছেন সোনালি। এদিন তারার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী। নিজের ফেসবুক পেজে সোনালির ছবি দিয়ে শংকর লিখেছেন, “ভরা থাক স্মৃতি সুধায়।”

Latest article