কৃষি বিজ্ঞানী স্বামীনাথনের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথনের (MS Swaminathan) প্রয়াণে শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার সকাল ১১টা বেজে ২০ মিনিট নাগাদ চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এমএস স্বামীনাথন।

এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমি দুঃখিত যে ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন আর নেই। তিনি ভারতের চাষাবাদ পদ্ধতিতে ব্যাপক প্রযুক্তিগত সংস্কারের সূচনা করেছিলেন এবং আমাদের খাদ্য-খাতকে স্বয়ংসম্পূর্ণ করে তোলেন। স্বামীনাথনের মতো মহান প্রতিভা আমাদের গর্বিত করে এবং তাঁর চলে যাওয়া আমাদের ম্লান করে দেয়। তার বন্ধু, পরিবারের সদস্যদেরে প্রতি সমবেদনা জানাই।”

কৃষি বিজ্ঞানী স্বামীনাথনের (MS Swaminathan) হাত ধরে দেশের কৃষিক্ষেত্রে বিপ্লব এসেছিল। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত কয়েক লক্ষ মানুষের জীবনযাপনে বদল আনার কারিগর ছিলেন কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন। ১৯২৫ সালের ৭ অগাস্ট তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায় জন্ম স্বামীনাথনের। বহুদিন ধরে কৃষি-গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মূলত মিশ্র চাষ, চাষে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, ফসলে শঙ্কর প্রজাতির ব্যবহার নিয়ে বিস্তৃত গবেষণা করেছেন স্বামিনাথন। ধানের নতুন কিছু প্রজাতি আবিষ্কারের জন্য বিশ্বে স্বীকৃত এম এস স্বামীনাথন। তাঁকেই ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়।

আরও পড়ুন- ভারত-কানাডা টানাপোড়েনের জেরে বাড়তে পারে ডালের দাম!

Latest article