আজ পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস (Police Day)। পুলিশের ভূমিকাকে বরাবরই কুর্নিশ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালের সেপ্টেম্বরের প্রথম দিন রাজ্য সরকার পুলিশ দিবস হিসেবে ঘোষণা করে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছেন, পুলিশের আত্মত্যাগ মনে রাখার মতো। আজও তিনি নিজের এক্স হ্যান্ডেলে সমস্ত পুলিশ কর্মীকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স হ্যন্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন, “পুলিশ দিবসে (Police Day), আমি প্রতিটি পুলিশ কর্মীকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মীদের প্রতিদিনের ত্যাগের জন্য আমি তাঁদের এবং পুলিশ কর্মীদের পরিবারের সকলের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।“ পুলিশ দিবসে পুলিশ কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
On Police Day, I extend my heartfelt salute to each and every Police personnel for their tireless service. I am deeply grateful to all of you and your families for the daily sacrifices you make to ensure our safety.
— Mamata Banerjee (@MamataOfficial) September 1, 2023
বাংলায় আজ সকাল থেকেই পালিত হচ্ছে পুলিশ দিবস।
আরও পড়ুন- কম সময়ের ব্যবধানে চলবে বেশি ট্রেন, নয়া ব্যবস্থা শিয়ালদহ ডিভিশনে