শীঘ্রই কাটবে সঙ্কট! ইউনুস-সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Must read

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নজিরবিহীন নৈরাজ্য দেখেছে বাংলাদেশ। ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাঝেই অন্তর্বর্তী সরকার গঠিত হল। সরকারের প্রধান উপদেষ্টা হলেন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। বৃহস্পতিবার ইউনুসের নেতৃত্বে শপথ নিল ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার। শুক্রবার মহম্মদ ইউনুস-সহ বাকিদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন- ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকীতে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, “অধ্যাপক মহম্মদ ইউনুস-সহ (Muhammad Yunus) বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে। বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক – এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো। আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।”

Latest article