জয়েন্ট এন্ট্রান্সে সফল পড়ুয়াদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Must read

শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের (WBJEE Result 2023) ফল প্রকাশ হয়েছে কিছুক্ষণ আগেই। পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম হলেন মহম্মদ সাহিল আখতার। দ্বিতীয় স্থানে রয়েছেন সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু’জনেই দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র।রাজ্য জয়েন্টে তৃতীয় হয়েছেন বাঁকুড়ার সারা মুখোপাধ্যায়। এদিন সফল পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের ২০২৩-এর টপার এবং পশ্চিমবঙ্গ-সহ সারা দেশের সফল প্রার্থীদের অভিনন্দন। আমি অত্যন্ত খুশি যে মোট সফল প্রার্থীদের ৫৩% পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের। চলতি বছর সফল প্রার্থীদের ২৭.৫% মহিলা। প্রার্থীদের সফলতা আমাদের গর্বিত করেছে। আমি সফল পড়ুয়া, তাদের অভিভাবক এবং শিক্ষকদের অভিনন্দন জানাই।”

আরও পড়ুন: প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফল: কারা হলেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়?

চলতি বছর জয়েন্টের পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন। তিনি বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের পড়ুয়া। সারা উচ্চ মাধ্যমিক বোর্ডের ছাত্রী। চতুর্থ হয়েছেন সৌহার্দ্য দণ্ডপাট। তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। পঞ্চম হয়েছেন অয়ন গোস্বামী। তিনি দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্রী। সিবিএসই বোর্ডের। ষষ্ঠ হয়েছেন অরিত্র অম্বুধ দত্ত। সোদপুরের নারায়ণা স্কুলের। সিবিএসই বোর্ডের ছাত্র। সপ্তম হয়েছেন কিন্তন সাহা। রাজস্থানের মা ভারতী স্কুলের ছাত্র। অষ্টম হয়েছেম সাগ্নিক নন্দী। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্রী। উচ্চ মাধ্যমিক বোর্ডের। নবম হয়েছেন রক্তিম কুণ্ডু। রাজস্থানের দিশা ডেলফি পাবলিক স্কুলের ছাত্র তিনি। জয়েন্টে দশম শ্রীরাজ চন্দ্র। কাটোয়াক হোলি এঞ্জেল স্কুলের ছাত্র। আইএসসি বোর্ডের তিনি।

জয়েন্টে (WBJEE Result 2023) সফল পড়ুয়াদের মধ্যে ৫১ হাজার ৩৪৫ জন উচ্চ মাধ্যমিক বোর্ডের। আইএসসি পরীক্ষার্থী ২ হাজার ১৪২ জন। সিবিএসই পরীক্ষার্থী ২৮ হাজার ২৭ জন। বাকি বোর্ড থেকে জয়েন্ট দিয়েছিলেন ১৫ হাজার ৩৯২ জন। চলতি বছর জয়েন্ট পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৯১৬। পরীক্ষায় বসেছিলেন ৯৭ হাজার ৯২৪ জন। সফল ৯৬ হাজার ৯১৩ জন। গত বছর সংখ্যাটা ছিল ১ লক্ষ ১ হাজার ৪১৩।

Latest article