রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরষ্কার পেলেন অনুশ, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Must read

২০২৩ সালের এশিয়ান গেমসে অশ্বারোহনে সোনা জিতেছিল ভারতীয় দল। আর ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কলকাতার বালিগঞ্জের ছেলে অনুশ আগরওয়াল।  ‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত কাছ থেকে মর্যাদাপূর্ণ অর্জুন পুরষ্কার পেলেন অনুশ। অর্জুন পুরষ্কার পাওয়ার জন্য তাঁকে (Anush Agarwalla) অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন- বর্নের পদত্যাগের পরেই ফ্রান্সের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হলেন অ্যাটাল

সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আজ রাষ্ট্রপতির কাছ থেকে মর্যাদাপূর্ণ অর্জুন পুরস্কার পাওয়ার জন্য অনুশ আগরওয়ালাকে আন্তরিক অভিনন্দন! ১৯তম এশিয়ান গেমসে তাঁর অসাধারণ কৃতিত্ব বহু তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করেছে। অনুশ (Anush Agarwalla), বাংলার ক্রীড়া ঐতিহ্যকে আলোকিত করতে থাকুন!”

Latest article