সিকিমে পথ দুর্ঘটনায় জওয়ানদের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

উত্তর সিকিমে (North Sikkim Accident) মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি। মৃত ১৬ জন ভারতীয় জওয়ান। আহত আরও ৪। আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে উত্তরবঙ্গের আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ভারতের প্রথম মুসলিম মহিলা ফাইটার পাইলট সানিয়া মির্জা!

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “উত্তর সিকিমে দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমি শোকাহত। ১৬ জন জন ওয়ান প্রাণ হারিয়েছেন।” মুখ্যমন্ত্রী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সূত্রের খবর, গ্যাংটক থেকে প্রায় ১৩০ কিলোমিটার, লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত জেমা এলাকায় শুক্রবার সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি (North Sikkim Accident) ঘটে। চুংথাং সাব-ডিভিশনাল পুলিশ অফিসার অরুণ থাটাল বলেন, সেনাবাহিনীর গাড়িটি ২০ জনকে নিয়ে সীমান্ত চৌকির দিকে যাচ্ছিল। গাড়িটি জেমা ৩ এলাকায় একটি বাঁক নেওয়ার সময় কয়োকশো ফুট গভীর খাদে পড়ে যায়।

Latest article