পরিবারের পাশে রাজ্য, হরিয়ানাতে মৃত বাংলার শ্রমিকের স্ত্রীকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী

Must read

হরিয়ানায় কাজে করতে গিয়ে গণপিটুনির বলি হওয়া এরাজ্যের পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বাসন্তীর বাসিন্দা নিহত সাবির মল্লিকের স্ত্রীর জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে। বুধবার নবান্নে সাবিরের স্ত্রী শাকিলা সর্দার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে দেখা করেন। সেখানে তাঁর হাতে নিয়োগ পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। শাকিলাকে বাসন্তী ব্লক ভূমি সংস্কার অফিসের সহায়ক পদে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন- স্বৈরাচারের চূড়ান্ত: দেশে বন্যার দায়ে ৩০ সরকারি কর্মীর মৃত্যুদণ্ড!

গত ২৭ অগাস্ট হরিয়ানার চরখি দাদরি জেলার অন্তর্গত বধরা থানা এলাকায় সাবির মল্লিককে পিটিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ। গোমাংস ভক্ষণের সন্দেহে গো রক্ষকেরা তাঁকে হত্যা করে বলে পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করে। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম-সহ এক প্রতিনিধি দল গিয়েছিল বাসন্তীতে সাবিরের পরিবারের সঙ্গে দেখা করতে। সামিরুল রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের দায়িত্বেও রয়েছেন। তখনই পাশে থাকার আশ্বাস দিয়ে পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় রাজ্যের তরফে।

Latest article