বঙ্গ

গঙ্গাসাগর মেলা: রেকর্ড জনসমাগমের সম্ভাবনা, এক টিকিটে যাতায়াত, ঘোষণা মুখ্যমন্ত্রীর

চলতি বছরে গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela- Mamata Banerjee) রেকর্ড জনসমাগমের সম্ভাবনা। প্রায় ৩০ লক্ষ জন সমাগম হতে পারে। তার জন্য প্রস্তুত রাজ্যের পুলিশ-প্রশাসন। বুধবার, নবান্নে সব দফতর এবং সংস্থার সঙ্গে বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ অনেকেই। ছিলেন সেনা, NDRF, টেলিকমের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী (Gangasagar Mela- Mamata Banerjee) ঘোষণা করেন, এক টিকিটেই যাতায়াত করা যাবে গঙ্গাসাগরে। জানিয়ে দেন পুণ্যস্নানের দিনক্ষণও। প্রতিবারের মতো এবারও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে একদিনের জন্য পরিদর্শনে যাবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

এ বছর ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে। পুণ্যস্নানের সময় ১৪ জানুয়ারি সন্ধে ৬টা ৫৩ থেকে ২৪ ঘণ্টা। জনসমাগম বেশি হতে পারে এই সম্ভাবনায় এবার নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হবে। গঙ্গাসাগর মেলায় কর তুলে দেওয়া হয়েছে। এবারও প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা হবে।

আরও পড়ুন: কপালকুণ্ডলা মন্দির, তৎপর হেরিটেজ কমিশন

একনজরে গঙ্গাসাগর মেলার পরিবহন-

• পুণ্যার্থীদের জন্য ২ হাজার ২৫০টি সরকারি বাস
• ৫০০ বেসরকারি বাস
• ৪টি বার্জ
• ৩২টি ভেসেল
• ১০০টি লঞ্চ
• এয়ার অ্যাম্বুল্যান্স, ওয়াটার অ্যাম্বুল্যান্স-সহ পর্যাপ্ত অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা
• ২১ টি জেটি থাকছে গঙ্গাসাগরে

অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, সাবিনা ইয়াসমিন, শোভনদেব চট্টোপাধ্যায়-সহ অন্যান্য মন্ত্রী, বিধায়ক এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের ৮ নম্বর লট, জেটি, কচুবেড়িয়া এবং গঙ্গাসাগরের দায়িত্ব ভাগ করে দেন মুখ্যমন্ত্রী। যাত্রীদের সুবিধার জন্য উপস্থিত থাকবেন সাগরবন্ধুরা। মেলার সময় হাওড়া, শিয়ালদহ, নামখানায় অতিরিক্ত রেল চালানোর জন্য রেলওয়ের কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী।

একনজরে গঙ্গাসাগরের ব্যবস্থাপনা-

• মেলা প্রাঙ্গণে কোনও সমস্যা না হয় সেজন্য মেগা কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে।
• নজরদারিতে থাকবে ১১৫০ টি CC ক্যামেরা ও ড্রোন।
• GPS ড্রোনের মাধ্যমে চালানো হবে নজরদারি।
• ২১০০ জন সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলান্টিয়ার নিয়োগ করা হবে।
• ১০টি অস্থায়ী ফায়ার স্টেশনে ২৫টি দমকল ইঞ্জিনের ব্যবস্থা থাকছে।
•১০ হাজারের বেশি শৌচালয় তৈরি করা হবে।

নিরাপত্তাকে বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনভাবেই তাঁবুর মধ্যে আগুন জালানো বা রান্না করা যাবে না।

রাতে স্নানের সময় বিশেষ আলোর ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বিভিন্ন ভাষায় মাইকিং করতে হবে। যেহেতু সারা দেশ থেকে পুণ্যার্থীরা উপস্থিত হন গঙ্গাসাগরে, সেহেতু বাংলা, হিন্দি, ইংরেজির পাশাপাশি আরও বেশ কিছু আঞ্চলিক ভাষায় ঘোষণা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেউ হারিয়ে গেলে তাঁকে খুঁজে বার করার জন্য ‘কিউ আর কোড’ যুক্ত রিস্ট ব্যন্ডের ব্যবস্থা থাকছে গঙ্গাসাগরে। ১৩, ১৪, ১৫ এই ৩ দিন সাগর আরতি হবে গঙ্গাসাগরে।

সবার পক্ষে হয়তো গঙ্গাসাগর যাওয়া সম্ভব নয়। সেই কারণে প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইনেও বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে। কপিল মুনি আশ্রমের লাইভ স্ট্রিমিংয়ে দেখতে পারবেন ভক্তরা। অনলাইনে পৌঁছে দেওয়া হবে প্রসাদ। ‘ই স্নান’-এর উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের যে কোনও প্রান্তে পৌঁছে দেওয়া হবে গঙ্গাসাগরের জল।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago