যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরলেন আটকে পড়া ২১২ জন ভারতীয়। অপারেশন অজয়-এর মাধ্যমে শুক্রবার সকালে ফিরেছেন তাঁরা। ২১২ জনের মধ্যে ৫৩ জন বাঙালি। এই বাঙালিদের দিল্লি থেকে রাজ্যে ফেরানোর সমস্ত দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিল্লিতে তাঁদের বিনামূল্যে থাকার ব্যবস্থার পাশাপাশি রাজ্যে ফিরতে ট্রেনের ভাড়া বহন করবে রাজ্য সরকার। একইসঙ্গে যে কোনওরকম সমস্যা সমাধানে নবান্নে ও দিল্লিতে খোলা হল কন্ট্রোলরুম। শুক্রবার এক্সে নিজের হ্যান্ডেলে একথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতীয়রা ইজরায়েল ছেড়ে দেশে ফিরেছেন। আমি মুখ্যসচিব এবং দিল্লির আবাসিক কমিশনারকে ইজরায়েল ফেরত দেশবাসীদের বিনামূল্যে সমস্ত সম্ভাব্য সরকারি সহায়তা প্রদানের কথা বলেছি। ৫৩ জন বাংলার মানুষও ইজরায়েল থেকে আজ সকালে দিল্লি পৌঁছেছেন। তাঁদের বাংলায় ফিরিয়ে আনতে রেলের টিকিটের ব্যবস্থা করছে রাজ্য সরকার। দিল্লিতে বঙ্গ ভবনে বিনামূল্যে থাকার ব্যবস্থা করে হচ্ছে।“ একই সঙ্গে তিনি জানান দিল্লি এবং কলকাতায় ২৪×৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে।
দিল্লির কন্ট্রোল রুমের নম্বর হল– ০১১-২৩৭১-০৩৬২ /০১১-২৩৭২-১৯৯১
নবান্নের কন্ট্রোল রুমের নম্বর হল– ০৩৩- ২২১৪-৩৫২৬
ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন অজয় শুরু করে কেন্দ্রীয় সরকার। গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলার পরে এখনও পর্যন্ত বহু মানুষ মারা গিয়েছে। যুদ্ধ শুরু হয়েছে সে দেশে। ইজরায়েল থেকে যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ। উড়ান বন্ধ করেছে এয়ার ইন্ডিয়াও। এই কারণে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিতে হয় কেন্দ্রকে।
আরও পড়ুন- কতশত মিথ্যে বললে তবে মোদি হওয়া যায়?
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…