কৃষকবন্ধু ও বাংলা শস্যবিমার আর্থিক সাহায্য নিয়ে কৃষকদের পাশে মুখ্যমন্ত্রী

কৃষকবন্ধুতে ২৯০০ কোটি শস্যবিমায় ২৯৩ কোটি

Must read

প্রতিবেদন : ভোট মিটেছে এবার মানুষের পাশে দাঁড়ানোর পালা। মঙ্গলবার নবান্নের মেগা বৈঠকে বাংলা জুড়ে উন্নয়নের সার্বিক খতিয়ান নেওয়ার পর, বুধবারই রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষকের জন্য ২,৯০০ কোটি টাকা দিল রাজ্য সরকার। বাংলা শস্যবিমায় দেওয়া হচ্ছে ২৯৩ কোটি টাকা। ২ লক্ষ ১০ হাজার কৃষক এই টাকা পাবেন। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছবে। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এক্স হ্যান্ডেলে এ-কথা ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, চলতি বছর খরিফ শস্যে কাজে লাগানোর জন্য কৃষকদের এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তাঁকে কর ও তার বেশি জমিতে চাষের জন্য কৃষকরা ১০,০০০ টাকা করে পান। এক একরের কম জমিতে যাঁরা চাষ করেন তাঁরা ৪,০০০ টাকা করে প্রতিবছর পেয়ে থাকেন। ২০১৯ থেকে প্রায় ১৮,২৩৪ কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছে। একজন কৃষক যদি ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে মারা যান, তাঁর পরিবার ক্ষতিপূরণ দু’লক্ষ টাকা পান। এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ১২ হাজার পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে ২,২৪০ কোটি টাকা। গত কয়েক বছরে এই টাকা খরচ হয়েছে। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) লিখেছেন, বাংলার কৃষকদের আর্থিক উন্নতি ও তাঁদের সামাজিক সুরক্ষার জন্য রাজ্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুন-লক্ষ্য আরও শিল্পায়ন, আজ বৈঠকে মুখ্যমন্ত্রী

Latest article