আজ কোচবিহারে মুখ্যমন্ত্রী, কাল জনসভা

Must read

প্রতিবেদন : রাজ্যে অপরিকল্পিত এসআইআরের আতঙ্ক। তারপর বিজেপির বাংলাবিদ্বেষ তো চলছেই, এই আবহে জেলায় জেলায় মানুষের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (cm mamata banerjee)। গত সপ্তাহেই তিনি মালদহ ও মুর্শিদাবাদের জনসভা থেকে মানুষের দুশ্চিন্তা দূর করে এসেছেন। এবার তাঁর গন্তব্য উত্তরবঙ্গের কোচবিহার।
অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (cm mamata banerjee)। ৮ ডিসেম্বর সোমবার কোচবিহার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। এই মর্মে নবান্নের তরফে ইতিমধ্যেই জেলা প্রশাসনকে প্রস্তুতি সেরে রাখার কথা জানানো হয়েছে। প্রশাসনিক বৈঠকের পরদিন, মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করবেন। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে দলনেত্রী জেলায় জেলায় জনসভা শুরু করেন। উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে শুরু হয়েছে। এরপর ডিসেম্বরের প্রথমেই ৩ ও ৪ তারিখ দলনেত্রী যথাক্রমে মালদহ ও মুর্শিদাবাদে জনসভা করেন। এবার কোচবিহারে জনসভা করার আগে জেলার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে পর্যালোচনায় তিনি প্রশাসনিক বৈঠক করবেন সোমবার। বৈঠক হবে সোমবার বিকেল চারটেয় উৎসব অডিটোরিয়ামে। সেই বৈঠক থেকে কোচবিহার জেলার সরকারি কাজের অগ্রগতির ব্যাপারে খোঁজখবর নেবেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার ট্রায়াল রান হল এবিএন শীল কলেজের মাঠে। মুখ্যমন্ত্রী দলীয় সভায় একদিকে রাজ্য সরকারের প্রকল্পগুলির অগ্রগতি কতদূর সে-ব্যাপারে সরেজমিনে রিপোর্ট নেবেন, পাশাপাশি কর্মীদের আরও চাঙ্গা করতে জনসভাও করছেন। কোচবিহারে এসআইআর আতঙ্কে এক মহিলার মৃত্যু হয়েছে। এছাড়াও আত্মহত্যার চেষ্টাও করেছেন এক গ্রামবাসী। পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বিএলও-র। এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়া চলাকালীন দলের নেতৃত্ব ও নিচুতলার কর্মীদের কী বার্তা দেন তা শোনার জন্য মুখিয়ে সবাই। তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, মুখ্যমন্ত্রীর জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন, সেই মতো আগামী দিনে কর্মসূচি নেওয়া হবে। সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলেন, মুখ্যমন্ত্রীর ওপরে অগাধ আস্থা বাংলার মানুষের। বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলন জেলা জুড়ে চলছে। মুখ্যমন্ত্রীর সভায় আসার জন্য গোটা জেলাতেই শুরু হয়েছে প্রবল তৎপরতা।
জানা গিয়েছে, কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ারেরও বেশ কিছু প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে শালকুমার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের শিলান্যাস। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ওই স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন। এটির উন্নতির জন্য বিধানসভায় বিষয়টি তুলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।

আরও পড়ুন-২৫-এ পা নাট্যমেলার, ১৬৩টি দল

Latest article