ঝাড়গ্রামে আদিবাসী দিবসে বর্ণময় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

'জঙ্গলমহলে ঢালাও উন্নয়ন', হবে টাইগার সাফারি পর্যটনেও নয়া দিগন্ত

Must read

প্রতিবেদন : আদিবাসী দিবসে জঙ্গলমহলে ঢালাও উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একইসঙ্গে পর্যটনে নবদিগন্তের সূচনা করলেন ঝাড়গ্রামে টাইগার সাফারি গডে় তোলার ঘোষণায়। শুক্রবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নের স্বার্থে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। মহকুমা ভবন থেকে সড়ক, সেতুনির্মাণ ও পানীয় জলের সুবন্দোবস্ত-সহ ২৪৭ কোটি ২৬ লক্ষ টাকার ৪৫৪টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল। এবার নিউ টাউনের মতো কালিম্পং ও ঝাড়গ্রামেও আদিবাসী ভবন তৈরি হবে। বলেন একই সাথে লড়ব একই সাথে গড়ব। আমরা সবাই একইসঙ্গে উন্নয়ন করব। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

এদিন বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ঘোষণা করেন, ঝাড়গ্রামে মিনি চিড়িয়াখানা রয়েছে। সেই চিড়িয়াখানার সামনে ৬৪ একর জমিতে একটি টাইগার সাফারি পার্ক গড়ে তোলা হবে। তা পর্যটকদের কাছে ঝাড়গ্রামের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারের আমলে জঙ্গলমহলে ঢেলে সেজেছে পর্যটন। আমরা অনেক প্রকল্প করেছি। জঙ্গলমহল পুরোটাই ট্যুরিজম সার্কিট। আগামী দিনে আরও ট্যুরিজম সার্কিট করার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে অন্যতম হল টাইগার সাফারি। তিনি জানান, ১০ কোটি টাকা খরচ করে টাইগার সাফারি হবে ঝাড়গ্রামে। যাতে আরও ট্যুরিস্ট আসে, তার জন্যই এই পরিকল্পনা।

আরও পড়ুন- মেয়েটা কেন সোনা আনতে পারল না, ক’দিন পরেই জানতে পারবেন, ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী

একসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, চিড়িখানার পাশে ঝাড়গ্রাম জেলায় একটা শপিংমল হবে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর জিনিস বিক্রি হবে। হবে একটি সিনেমা হলও। জানান, ২৩টি জেলায় এইভাবেই আমরা বাজার তৈরি করছি। জমিও আমরা পেয়ে গেছি। পাশাপাশি তিনি জানান, ঝাড়গ্রামে আরও ২.৫ লক্ষ বাড়িতে পৌঁছে দেওয়া হবে পানীয় জলের সংযোগ। প্রকল্পগুলির মধ্যে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর-১, ঝাড়গ্রাম ও সাঁকরাইল ব্লকের জলপ্রকল্প রয়েছে। প্রায় সাড়ে ৫১ কোটি টাকা খরচ করে ঝাড়গ্রামে জেলাশাসকের নতুন দফতর তৈরি করেছে পূর্ত দফতর। অনুষ্ঠান মঞ্চ থেকে তা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন ‘ভারত ছাড়ো দিবসে’র সকালেই স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের সভা থেকেও সেকথা উল্লেখ করে মমতা বলেন, অন্যান্য জেলাতেও আদিবাসী দিবস পালন করা হচ্ছে। আজ গান্ধীজি দেশ স্বাধীন করার আগে ‘ইংরেজ তুমি ভারত ছাড়ো’ আন্দোলন করেছিলেন। এটা স্বাধীনতার মাটি। এই মাটিতে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন এমন অনেক আদিবাসী আছেন। তাঁদের নাম সংগ্রহ করছি। তাঁদের নাম নথিবদ্ধ করব বইতে।

Latest article