প্রতিবেদন : আজ, সোমবার কোচবিহার থেকে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) প্রচার শুরু করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহার দক্ষিণের চান্দামারি প্রাণনাথ হাইস্কুল মাঠে জনসভা করবেন তিনি। পরদিন, মঙ্গলবার জলপাইগুড়িতেও সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ওইদিন থেকে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bnaerjee)। নদিয়া থেকে পঞ্চায়েতের (Panchayat Election) প্রচার শুরু করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওইদিন দুপুর ১টায় হাঁসখালিতে জনসভা করবেন তিনি। এরপর দুপুর ২টোয় মুর্শিদাবাদের ডোমকলে রোড-শো রয়েছে তাঁর। এরপর টানা বর্ধমান, বীরভূম, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে প্রচারে যাবেন তিনি। একদিকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে প্রচার করবেন। এর সঙ্গে আগে থেকেই দলের ৫৮ জন রাজ্যস্তরের নেতা-নেত্রী ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রচারে নেমে পড়েছেন। সব মিলিয়ে আগামী দু’সপ্তাহ বাংলার যেদিকে তাকানো যাক না কেন চারিদিকে শুধুই তৃণমূল-ঝড় ছাড়া আর কিছু চোখে পড়বে না।
আরও পড়ুন- স্বামীর সম্পত্তিতে ‘গৃহবধূ’ স্ত্রীর অধিকার সমান, স্পষ্ট করে দিল মাদ্রাজ হাইকোর্ট
রবিবার বিকেলেই কোচবিহার পৌঁছে যান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জেলায় আসতেই তৃণমূল কংগ্রেসের প্রবীণ থেকে তরুণ নেতারা তাঁকে স্বাগত জানাতে একসঙ্গে হাজির হন হেলিপ্যাডে। বৈরাতী নাচে রাজবংশী শিল্পীরা স্বাগত জানান মুখ্যমন্ত্রীকে৷ ‘দিদি স্বাগতম’ স্লোগান তুলে দলের পতাকা হাতে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায় তৃণমূল ছাত্রপরিষদ। কোচবিহার এবিএন শীল কলেজের মাঠে হেলিকপ্টার নামলে মমতা বন্দ্যোপাধ্যায়কে একঝলক দেখতে কলেজ গেটের বাইরে উচ্ছ্বসিত কর্মীরা ভিড় করেন। তাঁরা স্লোগান তুলতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোড় করে অভিবাদন জানান। জেনকিন্স স্কুলের সামনে ছিল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের উপচে-পড়া ভিড়৷ এরপর তাঁর কনভয় যায় মদনমোহন মন্দিরের দিকে৷ মন্দিরের সামনে কিছুটা গতি কমে যায় মুখ্যমন্ত্রীর গাড়ির। গাড়ি থেকেই মদনমোহন ঠাকুরকে প্রণাম জানান মুখ্যমন্ত্রী। বেলা ১২টায় চান্দামারিতে সভা শুরু হবে। উত্তেজনায় ফুটতে থাকা নেতা-কর্মীরা সকাল হতে না হতেই সভাস্থলে হাজির হচ্ছেন।
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…