সাধারণতন্ত্র দিবসে (Republic day 2024) কলকাতায় রেড রোডের কুচকাওয়াজেও সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ৭৫তম সাধারণতন্ত্র দিবসে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা বাংলার। প্রতিবছরের মতো এবছরও বর্ণময় কলকাতার রেড রোডের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। লোকসভা ভোটের আগে আরও একবার সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কুচকাওয়াজে ছিল ‘একতাই সম্প্রীতি’র ট্যাবলো। রাজনীতিতে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: অভিনয়ের স্বীকৃতিতে নয়, তৃণমূলের সঙ্গে বেইমানির পুরস্কার পদ্মভূষণ: মিঠুনকে কটাক্ষ কুণালের
রেড রোডে সাধারণতন্ত্র দিবসের (Republic day 2024) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রী রেড রোডে আসেন। কুচকাওয়াজে ট্যাবলোর সামনেই লেখা ছিল সম্প্রীতির বার্তা। এছাড়াও ট্যাবলোর গায়ে ছিল একাধিক উল্লেখযোগ্য ছবি। ছিল বড় অক্ষরে লেখা ‘ ধর্ম যার যার, উৎসব সবার’। পাশাপাশি দক্ষিণশ্বরের মন্দির, নাখোদা মসজিস ও গির্জার ছবি দেখতে পাওয়া যায় ট্যাবলোর ছবিতে। বহু ধর্মের প্রতীক দিয়ে সাজানো ট্যাবলো। একটি গাছের অবয়বও এদিন নজর কাড়ে। যার নীচে লেখা ‘একতা বৃক্ষ’। এদিন বিভিন্ন ধর্মের শিশুদের মুখ সিম্বোলিক হিসেবে ট্যাবলোতে ব্যবহার করা হয়। ট্যাবলোর গায়ে লেখা, পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগ। পথশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার-সমস্ত সরকারি প্রকল্পের ট্যাবলো ছিল কুচকাওয়াজে। তবে এবারই প্রথম সরকারি প্রকল্পের উপভোক্তারাও কুচকাওয়াজে হাঁটলেন। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর উপভোক্তারা সাধারণতন্ত্র দিবসে অংশ নেন।
এদিন সকালে রেড রোডে কিছুটা দূরে তিনি গাড়ি থেকে নামেন। এরপর হেঁটে নির্ধারিত জায়গায় পৌঁছান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রোডে আসেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। তবে আজকের অনুষ্ঠান থেকে সবকিছু দেখে রাজনৈতিক মহলের মত, রেড রোড থেকে রাজ্যের নারীশক্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল বোস রেড রোডে পৌঁছলে মুখ্যমন্ত্রী ও স্পিকার তাঁকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে ছিল আঁটোসাটো নিরাপত্তা।