মুখ্যমন্ত্রীর উদ্বোধন ‘ধাত্রীগ্রাম সম্প্রীতি’র

সম্প্রীতির পুজোর

Must read

সংবাদদাতা, কাটোয়া : কালনার (Kalna) ‘ধাত্রীগ্রাম সম্প্রীতি’র ফি-বছরের সম্প্রীতি আর সৌভ্রাতৃত্বের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুজোর ভার্চুয়াল উদ্বোধনে খুশি উদ্যোক্তারা (Kalna)। হিন্দু-মুসলমান সম্প্রদায়ের মানুষ আনন্দময়ীকে সামনে রেখে আনন্দে মেতেছেন। ধাত্রীগ্রাম ফুটবল মাঠে আয়োজিত পুজোয় কাঁধে কাঁধ দিয়ে তত্ত্বাবধান করেন অভিষেক চৌধুরী, আখতার আলি শেখ, দিলীপ বসাক, রাজীব কুণ্ডু, রাধারানি বসাকরা। সম্পাদক মুখ্যমন্ত্রীকে নিয়ে গবেষণা করা রেজাউল ইসলাম মোল্লা বলেন, সম্প্রীতির বার্তা দিয়ে ২০১৯ সালে পুজোর শুরু। পুজোর জন্য চাঁদা তোলা, প্রতিমা আনা, মণ্ডপসজ্জায় তদারকি থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পী বাছাই, সবটা হাতে হাত লাগিয়ে করেন দুই সম্প্রদায়ের প্রতিনিধিরা। পুজো কমিটির সভাপতি তরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই পুজোয় সমাজের সব স্তরের সব ধর্মের মানুষ মিলিত হন। আমাদের পুজো সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।’’ পুজোমণ্ডপের থিমও নজরকাড়া। এবারের থিম ‘দৃষ্টিতে নতুন সৃষ্টি।’ সম্প্রীতি, মণ্ডপের থিম, প্রতিমা, সবমিলিয়ে ‘ধাত্রীগ্রাম সম্প্রীতি’র পুজো এবারও জমজমাট।

আরও পড়ুন-কিশোরীকে গণধর্ষণের পরে ৫০ হাজারে বিক্রি

Latest article