প্রতিবেদন : আদিবাসীদের শংসাপত্র (Tribal Certificate) নিশ্চিত করার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীরা যাতে সরকারি সুযোগ সুবিধে থেকে বঞ্চিত না হন, সে জন্য বাংলার সরকার উদ্যোগী বলে জানান তিনি। রবিবার আলিপুরদুয়ারের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান ভুয়ো শংসাপত্রের বিষয়েও তিনি ব্যবস্থা নিচ্ছেন। দ্রুত জাল শংসাপত্রের (Tribal Certificate) সমস্যা তিনি নিরসন করবেন বলে জানান। তিনি সাফ জানান, পরিবারে কোনও একজনের আদিবাসী শংসাপত্র থাকলে, সেটা দুয়ারে সরকারে নিয়ে গিয়ে আবেদন করলেই পরিবারের সবাই আদিবাসী শংসাপত্র পাবেন। পাবেন বরাদ্দ সব সরকারি সুযোগ-সুবিধা। তিনি এ জন্য দ্রুত ব্যবস্থা নিতে মুখ্যসচিব ও জেলাশাসককে নির্দেশ দিয়েছেন। ট্রাইবাল মানুষদের সবার কাগজ না থাকায় সমস্যা হচ্ছে। বিভিন্ন প্রকল্প তাঁরা পাচ্ছেন না। ১৫-৩০ ডিসেম্বর দুয়ারে সরকার হবে, সেখানে আদিবাসীদের যাঁদের জমির কাগজ নেই, তাঁদের সার্টিফিকেট দেওয়া হবে। আমরা চেষ্টা করব সবাইকে কাগজ দেওয়ার। আপনারাও সহযোগিতা করুন।
আরও পড়ুন-আজ ডায়মন্ড হারবারের সামনে বেঙ্গালুরু