প্রতিবেদন : পর্যটনে বিশ্বসেরা সাংস্কৃতিক গন্তব্যের সেরার শিরোপা পেয়েছে বাংলা। সম্প্রতি বার্লিনে গিয়ে সেই পুরস্কারই নিয়ে এসেছেন পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। বুধবার সেই পুরস্কারটি তুলে দেন তিনি মুখ্যমন্ত্রীর হাতে।
ওই পুরস্কার হাতে পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বিশ্ব পর্যটন ও সাংস্কৃতি মানচিত্রে বাংলা ক্রমশ নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করায় খুশি মুখ্যমন্ত্রী। নিজে হাতে তিনি পুরস্কারটি নিয়ে বলেন, এতবড় স্বীকৃতি। এটা সিএমওতে রাখা থাকবে। সার্টিফিকেটটি মুখ্যসচিবের হাতে তুলে দেন পর্যটন সচিব (Nandini Chakraborty)।
আরও পড়ুন: ঘোষণা BGBS-এর দিন, কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?