“মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো।” ২০২৪-এর বিদায় লগ্নে বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের শেষ দিনে নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে তৃণমূলের হাত ধরে বাংলার উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
মঙ্গলবার, নিজের এক্স হ্যান্ডেলে বছরভর বাংলার বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি কোলাজ করা ১২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। লেখেন, “আমরা ২০২৪ সালকে বিদায় জানাচ্ছি। আমাদের মূল শক্তি- মা, মাটি, মানুষের লাগাতার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। আপনাদের আস্থা ও বিশ্বাসই যাবতীয় আক্রমণ ও শোষণের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের সংকল্পকে আরও শক্তি যোগায়।”
আরও পড়ুন- ইতিহাস ইসরোর, মহাকাশে পাড়ি ভারতের তৈরি পোলার স্যাটেলাইট
সরাসরি লোকসভা নির্বাচনের কথা না লিখে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “এই বছর ফের একবার আমরা পরীক্ষায় জিতেছি। পর পর প্রতিবন্ধকতা থেকে আমরা যে সমস্ত মাইলফলকগুলি অর্জন করেছি, তা আপনাদের ভালবাসা এবং একতার জন্যই সম্ভব হয়েছে। এই বছরটিকে অবিস্মরণীয় করে তোলার জন্য আমি করজোড়ে বাংলার মানুষকে ধন্যবাদ জানাই।”
ভিডিওর সূচনা হয়েছে গঙ্গাসাগর মেলা দিয়ে। ব্যাক স্ক্রিনে মুখ্যমন্ত্রীর কণ্ঠস্বর, ”গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব এবং পৃথিবীর সব থেকে বড় মেলা এটা। প্রতিবারই প্রায় ৪০ লক্ষ মানুষ আসে এখানে।” এর পাশাপাশি ভিডিও-তে রাজ্য সরকারের একের পর এক রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথা এসেছে। রয়েছে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি। এসেছে আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে রাজ্য় সরকারের অপরাজিতা বিলের প্রসঙ্গও। সব মিলিয়ে বর্ষশেষে আগামী বছরের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী।