কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী
মাদ্রিদ: মাদ্রিদের রাস্তায় চেনা সাদা খোলের শাড়ি, পায়ে হাওয়াই চটি পরে প্রাতঃভ্রমণে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে তাঁর সফরসঙ্গী, সাংবাদিকরা। বৃহস্পতিবার, দিনভর নানা গুরুত্বপূর্ণ বাণিজ্য-বৈঠক। তার আগে মর্নিংওয়াক দিয়েই দিন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বাজালেন অ্যাকোর্ডিয়ানও।
কোথাও গেলে হেঁটে জনসংযোগ পছন্দ করেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। এই ছবি বাংলার পথ-ঘাটের খুবই চেনা। তবে, বিদেশেও যে সেই অভ্যাসের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি তা দেখা গেল বৃহস্পতিবার সকালে। বুধবারই দুবাই থেকে মাদ্রিদ পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৪টেয় মাদ্রিদের বিশেষ বাণিজ্য বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। এছাড়া কলকাতার প্রকাশনা সংস্থার দুই কর্তার বৈঠক রয়েছে মাদ্রিদের বই প্রকাশনা সংস্থার সঙ্গে। এরপর সন্ধেয় মেগা বৈঠক। বাংলার ফুটবলের উন্নয়নে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন বাংলার মুখ্যমন্ত্রী। থাকবেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে বাংলার ফুটবল ক্লাবের কর্তারা।
আরও পড়ুন- মণিপুরে দুষ্কৃতীদের তাণ্ডবে প্রাণ গেল পুলিশ কর্মীর, জখম ২
ব্যস্ত বাণিজ্য বৈঠকের আগে মুখ্যমন্ত্রী দিন শুরু করলেন মর্নিংওয়াক দিয়ে। বেশ খানিকটা রাস্তা একেবারে নিজের গতিতে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে চলে স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময়। বাংলার মুখ্যমন্ত্রীকে রাস্তায় হাঁটতে দেখে অনেকেই দাঁড়িয়ে পড়ে শুভেচ্ছা জানান। কেউ কেউ আবার নিজেদের মোবাইলে এই দৃশ্য ফ্রেমবন্দি করেন। শরীর সুস্থ রাখতে মুখ্যমন্ত্রী নিজেও বারবার হাঁটার উপর জোর দেন। স্পেনের রাজধানী মাদ্রিদেও এদিন তাঁর হাঁটার অভ্যাসে ছেদ পড়ল না।