আজ শ্রী শ্রী রামকৃষ্ণ (Ramkrishna Jayanti) পরমহংসদেবের জন্মতিথি। তাঁর জন্মতিথি উপলক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে শ্রদ্ধার্ঘ্য জানালেন।
কামারপুকুরের এক ব্রাক্ষ্মণ পরিবারে জন্মেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর চতুর্থ সন্তান রামকৃষ্ণ দেব। ১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি চন্দ্রমণি দেবীর কোল আলো করে জন্ম নেন রামকৃষ্ণ দেব। ফাল্গুন মাসের দ্বিতীয় তিথিকে রামকৃষ্ণ দেবের জন্মদিন হিসেবে ধরা হয়। সেই অনুযায়ী আজ অর্থাৎ ৪ মার্চ পালিত হচ্ছে পরমহংস দেবের জন্মতিথি (Ramkrishna Jayanti)।
আরও পড়ুন: গণ্ডিভাঙা ঠাকুর