মাত্র ২৬ দিনেই ১ কোটি! ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়ে আন্তরিক কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীর

Must read

একের পর প্রকল্পের সূচনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সবগুলিই সফল। সম্প্রতি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan) কর্মসূচির সূচনা করছেন তিনি। আর ২৬ দিনের মধ্যেই ১ কোটির মানুষ যোগদান করেছেন সেই কর্মসূচিতে। সাফল্যের কথা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বাংলার মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan) প্রকল্পে সরকারি আধিকারিক এলাকায় পৌঁছে শুনছেন স্থানীয় সমস্যার কথা। সমধানের রাস্তা করে দিচ্ছেন। শুক্রবার সকালে এই কর্মসূচির সাফল্য়ের কথা নিজের এক্স হ্যান্ডেলে সোশাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “অত্যন্ত গর্বের এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মাত্র ২৬ দিনে বাংলার ১ কোটিরও বেশি মানুষ রাজ্যজুড়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর প্রায় ১৪ হাজার ৫০০টি শিবিরে এসে তাঁদের এলাকার সমস্যার নিরসনের লক্ষ্যে অংশগ্রহণ করেছেন। কোটির রেখা অতিক্রমে সকলকে অভিনন্দন। জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের ধন্যবাদ।”

মুখ্যমন্ত্রীর কথায়, ”এই আর্থ-সামাজিক উন্নয়ন উদ্যোগে বাংলার সাধারণ পুরুষ ও মহিলাদের এই অভূতপূর্ব এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই রাজ্যে প্রচলিত গণতান্ত্রিক এবং অংশগ্রহণ মূলক সুশাসন সংস্কৃতিকে আরও শক্তিশালী এবং প্রাণবন্ত করেছে।”

আরও পড়ুন- বঙ্গ বিজেপির নেতার ১০০ কোটির বেআইনি লেনদেন! এখন ইডি-সিবিআই হবে তো?

স্যোশাল মিডিয়ায় মমতা লেখেন, “আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলার প্রতিটি মানুষকে, যাঁরা আমাদের উপর বিশ্বাস রেখেছেন। আমি এই সুযোগে সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যাঁরা এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপান্তরিত করার জন্য নিরলসভাবে কাজ করছেন। এই রাজ্যের সকল নাগরিকের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।”

মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন, “বাংলার প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি, আমাদের মা- মাটি-মানুষের সরকার আপনাদের প্রতি দায়বদ্ধতা আরও সুনিশ্চিত করতে এবং আপনাদের সমস্যার আশু সমাধানে সবসময় আপনাদের পাশে আছে ও আগামী দিনেও থাকবে। কথা দিলাম।”

এর আগে দুয়ারে সরকার, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন প্রকল্প রাজ্য বা দেশে শুধু নয়, বিদেশেও স্বীকৃতি পেয়েছে। এবার সেই তালিকাতেই নাম উঠছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’।

Latest article