প্রতিবেদন : রাজ্যে সরকারের বাংলা সহায়তা কেন্দ্র (বিএসকে) এক নতুন ও গুরুত্বপূর্ণ মাইলস্টোন তৈরি করল। অল্প সময়ের মধ্যেই ডিজিটাল ই-ওয়ালেটের মধ্যে দিয়ে প্রায় এক হাজার কোটি টাকারও বেশি ‘সার্ভিস ডেলিভারি ট্রানজাকশন’ করতে সক্ষম হয়েছে। এই খবর শুক্রবার নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিএসকে-র এই অভাবনীয় সাফল্য তুলে ধরে তিনি (CM Mamata Banerjee) লিখেছেন, বিএসকের এই মাইলস্টোন বুঝিয়ে দেয় ডিজিটাল প্ল্যাটফর্মে দক্ষতা এবং স্বচ্ছতার ক্ষেত্রে রাজ্য সরকারের ডিজিটাল পাবলিক সার্ভিস ডেলিভারি একটা মডেল হয়ে উঠেছে। বিএসকে প্রতিদিন অসংখ্য পরিষেবা দেয়।