আজ ২২ শ্রাবণ। এই দিনেই না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ৮৩ বছর বয়সে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যখন নিভে গেল তাঁর প্রাণপ্রদীপ, তখন স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বাংলা, থমকে গিয়েছিল বিশ্ব। তাঁকে শ্রদ্ধা জানিয়ে ভাষা সন্ত্রাস নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
আরও পড়ুন- প্রবল জলের তোড়ে উত্তরাখণ্ডে নিশ্চিহ্ন কংক্রিটের সেতু
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) লিখেছেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার প্রণতি জানাই। প্রতিদিন, প্রতিক্ষণ তিনি আমাদের অন্তরে থাকেন। তিনি আমাদের প্রাণের কবি – আজ তাঁকে বিশেষভাবে অন্তরে আহ্বান করি। তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের ধ্রুবতারা।
গতকাল ঝাড়গ্রামে আমাদের সরকারি কর্মসূচি ছিল। সেখানে সর্বসমক্ষে অনেক মনীষীকে একত্র শ্রদ্ধা জানানোর সুযোগ ছিল। বিশ্বকবিকে সেই অবকাশে প্রণাম জানাই। সেই অনুষ্ঠানের আগে প্রকাশ্যে সমাজমাধ্যমেও তাঁকে শ্রদ্ধার্ঘ্য দিই। রবীন্দ্রনাথ আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী। তাঁর স্মরণে প্রতিদিন-ই পুণ্যদিন।
কবিকে স্মরণ করি ও তাঁকে উদযাপন করি বছরভর এবং দিবারাত্র।
জাগরিত হোক সেই দেশ, যেখানে রবীন্দ্রনাথের ভাষা, বাংলা ভাষা, সম্মান পায়, মর্যাদা পায় ও সকল দেশবাসীর ভালবাসা পায়। বিকশিত হোক সেই দেশ, যে দেশে ভাষা-সন্ত্রাস থাকবে না।”