প্রতিবেদন : গঙ্গায় যখন ভিটে-মাটি তলিয়ে যায়, ঘর-বাড়ি ভেসে যায়, ফিরেও তাকায় না কেন্দ্র? ওরা শুধু ভোট এলেই বৈষম্যের রাজনীতি করে। সোমবার মুর্শিদাবাদের লালবাগে নবাব বাহাদুর ইনস্টিটিউশনে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে গঙ্গাভাঙন নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন তিনি বলেন, কেন্দ্র না করলে রাজ্য একাই করবে। গঙ্গাভাঙন রোধে ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন ৬২ কোটি টাকা প্রদান করা হল।
আরও পড়ুন- যে যত বড়ই হোক কঠোর ব্যবস্থা হবে, দুলাল-খুনে কড়া মুখ্যমন্ত্রী
তাঁর (CM Mamata Banerjee) কথায়, দেড় হাজার হেক্টর জায়গা জুড়ে মন্দির, মসজিদ, আমবাগান, চাষের জমি— সব গঙ্গার জলে ভেসে যাচ্ছে। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে লিখেছি কিন্তু তারাও কোনও গুরুত্ব দেয়নি। শুধু ভোটের সময় হিন্দু-মুসলিম রাজনীতি করতে আসে, বৈষম্য করতে আসে, ভাই-বোনের ভাগাভাগি করতে আসে। কিন্তু গঙ্গায় যখন ঘর বাড়ি ভেসে যায় তখন তাকিয়ে দেখে না। বন্যা হলেও তাকিয়ে দেখে না। মুখ্যমন্ত্রী বলেন, ভাঙন রোধে একটা পরিকল্পনা ছিল কেন্দ্রের। সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর তারা কিছু করে না। আমাদের টাকা দিয়ে কাজ করতে হয়। ওরা শুধু আমাদের টাকা আটকে রাখে। শুধু বঞ্চনাই প্রাপ্তি হয় বাংলার।