আমাকে বলেছিল, আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি! কী মুখে ঝামা ঘষা হল তো! দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath temple) মূর্তি বিতর্ক নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, সুতিতে প্রশাসনিক সভা থেকে তীব্র আক্রমণ করেন মমতা। বিগ্রহ তৈরিতে ব্যবহৃত নিম কাঠ নিয়ে বিতর্কে ক্লিনচিট দিয়েছে ওড়িশা সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, খুব তো বদনাম করেছিলে, এবার, কান ধরে ওঠবোস করো!”
অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন হয়। অসাধারণ মন্দির নির্মাণ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী (Mamata banerjee) প্রশংসা করেন সকলে। কিন্তু সেই দেখে গাত্রদাহ বিজেপির। নিম কাঠ নিয়ে বিতর্ক শুরু করে। অভিযোগ, পুরীর জগন্নাথ মন্দিরের নিমকাঠ চুরি করে নাকি দিঘার মন্দিরের বিগ্রহ তৈরি করা হয়েছে। তদন্তে নামে ওড়িশা সরকার। তবে ইতিমধ্যেই ওড়িশা সরকার জানিয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ ভুল। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছেন, পুরীর মন্দির থেকে নিমকাঠ চুরির অভিযোগ ভিত্তিহীন। পুরী নয়, ভুবনেশ্বর থেকে নিয়ে যাওয়া নিমকাঠ দিয়ে দিঘার মূর্তি তৈরি হয়েছে।
আরও পড়ুন- ফরাক্কা, ধুলিয়ান, সুতি নিয়ে তৈরি হচ্ছে নয়া মহকুমা: মুখ্যমন্ত্রী
এদিন এই প্রসঙ্গ তুলে বিজেপিতে তুলোধনা মুখ্যমন্ত্রী। বলেন, “আমাকে বলেছিল, আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি! কী মুখে ঝামা ঘষা হল তো! যারা বলেছিলেন চুরি করেছি তারাই বলছেন, না এখান থেকে নেয়নি!”
এরপরই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “তাহলে আমরা বদনাম করলেন কেন? কত ফাইন হওয়া উচিত?” মুখ্যমন্ত্রীর কথায়, “এত ভাল করে মন্দির করলাম,তারপর বলছে চুরি করেছি! আগামীদিনে মানুষ কড়ায় গণ্ডায় এর হিসেব দেবে।”
তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কানমোলা দেওয়া উচিত এদের! খুব তো বদনাম করেছিলি, এবার, কান ধরে ওঠবোস কর!”
মুখ্যমন্ত্রী জানান, দিঘার মন্দিরে ইতিমধ্যে ৫০০ নিম গাছ পোঁতা হয়েছে, আরও ১০০ গাছ পোঁতা হবে। বলেন, “আমার বাড়িতেও চারটে নিম গাছ আছে। তাছাড়া গাছ তো কারও কেনা নয়, আমরা অত ভিখিরি নয়, পকেটমারও নয়, জোতদারও নয়, আমরা মানুষের পাহারাদার।”