প্রতিবেদন : কন্যাশ্রীদের (Kanyashree) নিজের পায়ে দাঁড়াতে দিন। তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কথা ভুলে যান। আদিবাসী দিবসের মঞ্চ থেকে অভিভাবকদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, খেলার কিটস নিতে এসে একটা বাচ্চা মেয়ে আমাকে বলেছে, তার বাড়ি থেকে চাপ আসছে বিয়ে দেওয়ার। এত তাড়াতাড়ি বিয়ে করবে কেন? সে তো নিজের পায়ে দাঁড়াবে তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দেওয়ার কথা ভুলে যান। মেয়েরা আজকাল কারও উপর নির্ভরশীল নয়। তারা নিজেরা নিজেদের পায়ের উপর দাঁড়াতে পারে। তারা দরকার হলে পরিবার চালাতে পারে, দেশ চালাতে পারে, ট্রেন চালাতে পারে। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে পারে। আমি একটা সার্ভে করেছিলাম, আমার গর্ব হচ্ছিল তা দেখে। কন্যাশ্রীরা (Kanyashree) কেউ পাইলট হয়েছে কেউ ডাক্তার হয়েছে। কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। কেউ প্রফেসর হয়েছে। আমার দেখতে খুব ভালো লাগে সারা বিশ্বে তারা মর্যাদা নিয়ে কাজ করছে। আমি মা-বোনদের অনুরোধ করব, এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কোনও দরকার নেই। ওদের নিজের পায়ে দাঁড় করান। ওরা সমাজের মেরুদণ্ড। ওরা সমাজ সংস্কার করবে, ওরা বাংলাকে গড়ে তুলবে।
আরও পড়ুন- নাবালিকার অনুরোধ: বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের মঞ্চ থেকেই বাল্যবিবাহ বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর