বঙ্গ

বইমেলা বাংলার গর্ব, বইপ্রেমীর সংখ্যা কোটিতে পৌঁছবে : উদ্বোধনে মুখ্যমন্ত্রী

প্রতিবেদন : এ-বছর বইমেলায় (Kolkata Book Fair) বইপ্রেমীর সংখ্যা কোটিতে পৌঁছবে। গত বছর এসেছিলেন ২৭ লক্ষ মানুষ। প্রায় ৩০ কোটি টাকার কেনা-বেচা হয়েছে। এ-বছর আরও বাড়বে। বইমেলা আমাদের গর্ব। মঙ্গলবার ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে সল্টলেকের সেন্ট্রাল পার্কে স্থায়ী বইমেলা প্রাঙ্গণে ঝলমলে অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল বই উৎসবের। মুখ্যমন্ত্রীর কথায়, বইমেলা আমাদের প্রাণের উৎসস্থল থেকে উৎসারিত আলো। বই ছাড়া আমরা বাঁচতে পারি না। বই আমাদের ‘ফ্রেন্ড-ফিলোজফার-গাইড’। এবারের বইমেলায় (Kolkata Book Fair) লেখক মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন তিনটি বই পাওয়া যাবে। সেগুলি হল— ১. লিপিবদ্ধ কিছু কাজ, ২. বাংলায় নির্বাচন ও আমরা। ৩ নম্বরটি ইংরেজি বই— স্যালুট টু। মঞ্চে সাহিত্যিক আবুল বাশারকে তাঁর সারা জীবনের কাজের সৃষ্টি এবং স্বীকৃতি হিসেবে জীবনকৃতী সম্মান দেওয়া হল। যাদের বাড়িতে বই থাকে না কেমন যেন একটা লাগে। দুর্গোৎসবের পর বাংলার মানুষ, কলকাতার মানুষ অপেক্ষা করেন এই বই উৎসবের জন্য। কলকাতা বইমেলা সব থেকে বড় এবং সব থেকে ভাল বইমেলা। এই মেলা পৃথিবীতে শ্রেষ্ঠ বইমেলা হবে। এদিন বইমেলা প্রাঙ্গণে পৌঁছেই মুখ্যমন্ত্রী প্রথমে যান রাজ্য পুলিশের স্টলে। সেটি উদ্বোধনের পর কলকাতা পুলিশের স্টল উদ্বোধন করেন। সেখান থেকে যান দলীয় মুখপত্র জাগোবাংলার স্টলে। এবারের এই স্টলের থিম তৈরি করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। মঞ্চে এ-প্রসঙ্গে তিনি বলেন, এটা মা-মাটি-মানুষের থিম। সঙ্গে মাটির বাড়ি। তার সঙ্গে কুলঙ্গি। যেখানে বই রাখা থাকবে। যেমনটা আগে থাকত। একটা অর্জুন গাছও রয়েছে। ৪৮তম বইমেলার থিম কান্ট্রি হল জার্মানি। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সে-দেশের অ্যাম্বাসাডর ড. ফিলিপ অ্যাকরমান-সহ বিশিষ্ট অতিথিরা। গিল্ডকর্তা ত্রিদিব চট্টোপাধ্যায়, সুধাংশু দে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন আবুল বাশারকে সম্মান তুলে দিতে। মুখ্যমন্ত্রী বলেন, বাশার সাহেব তাঁর অ্যাকাউন্টে আজ দু’লক্ষ টাকা বাড়ালেন। কারণ এই ধরনের পুরস্কারের সঙ্গে আর্থিক সম্মাননা দেওয়টাই রীতি। জার্মান অ্যাম্বাসাডর বললেন, কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি হিসেবে জার্মানিকে রাখায় তাঁরা গর্বিত এবং আপ্লুত। এই মেলার শ্রীবৃদ্ধি কামনা করেছেন তিনি। নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রীও পাল্টা সম্মান জানিয়েছেন জার্মানবাসীকে। তিনি বলেন, জার্মানির সঙ্গে আমাদের দেশের সুসম্পর্ক বহুকালের। জার্মানির সঙ্গে জড়িয়ে রয়েছে নেতাজি সুভাষচ্ন্দ্র বসুর স্মৃতি। শুধু তাই নয়, জার্মানিকে আমরা চিনি ফুটবলের দেশ হিসেবে। আর্জেন্টিনাও আমাদের কাছে খুবই আন্তরিক ফুটবলের দেশ। তাদের রং আমাদের খুবই পছন্দের। যদিও সব রংই ভাল, সব রংই সমান। আমরা বাংলার মানুষ ফুটবল ভালবাসি। আমরা জার্মানিকেও ভালবাসি। আর্জেন্টিনাকেও ভালবাসি। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার, সিপি মনোজ ভার্মা, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, ইন্দ্রনীল সেন, স্নেহাশিস চক্রবর্তী, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারম্যান সব্যসাচী দত্ত, সাংসদ মালা রায়, দোলা সেন-সহ বিশিষ্টকরা।

আরও পড়ুন- নন্দিনীর প্রশ্নের পাল্টা যথার্থ জবাব দিল তৃণমূল কংগ্রেস

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago