বঙ্গ

বাংলার ইচ্ছুক পরিযায়ী শ্রমিকদের ফেরানো ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর, কাজ-ছাদ দেবে রাজ্য

ডবলইঞ্জিনের সরকারের রাজ্যে বাঙালভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে তীব্র বিরোধিতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সোমবার, বীরভূমের বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে পরিয়ায়ী শ্রমিকদের (Migrant Workers) বাংলায় ফিরিয়ে আনার বিষয়ে জোর দেন মমতা। তাঁর নির্দেশ, যাঁরা ফিরে আসতে চান, তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে নিন আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর কথায়, “বাইরে আমাদের ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করে। তাঁদের সবাইকে ফিরিয়ে আনুন এবার।” একই সঙ্গে রাজ্যে শ্রমদিবস বৃদ্ধির বিষয়ে জোর দেন প্রশাসনিক প্রধান।

এদিন বীরভূমের প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন নির্দেশ দেন। সেখানেই ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের বিষয় নিয়ে ফের প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দালালদের সাহায্য নিয়ে ভিনরাজ্যে কাজ করতে যান পরিযায়ী শ্রমিকরা। তবে সেখানে ওই তাঁরা অত্যাচারিত হলে তখন দালালরা পাশে থাকেন না। মুখ্যমন্ত্রী কথায়, “বাইরে আমাদের ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করে। তাঁদের সবাইকে ফিরিয়ে আনুন এবার।” পরিযায়ীরা রাজ্যে ফিরে আসার পরে যদি থাকার জায়গা না থাকে তাহলে ক্যাম্প বানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন মমতা। রাজ্যের বিভিন্ন প্রকল্পে তাঁদের কাজের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ”ওঁরা ফিরে এলে এখানে যদি থাকার জায়গা থাকে, তাহলে তো ভালো। আর তা না থাকলে, আমরা ক্যাম্প বানিয়ে দেব। রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কর্মশ্রী প্রকল্পে ওঁদের কাজের ব্যবস্থা করে দেব। ওঁদের জব কার্ড দিয়ে দেওয়া হবে।” পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য সরকারি সেলের দায়িত্বে থাকা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”সামিরুল, ওঁদের ফেরানোর ব্যবস্থা করো।”

আরও পড়ুন- SIR: ভোটারদের নাম যেন বাদ না যায়, BLO প্রশিক্ষণ নিয়ে জেলাশাসককে তোপ মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে তাঁদের ‘কর্মশ্রী’ প্রকল্পে যুক্ত করতে হবে। বলেন, “পাড়ায় পাড়ায় ছোট ছোট কাজ করতে হবে। বড় কাজ সরকার করছে। স্থানীয় মানুষকে কাজে লাগান। জব কার্ডধারীদের কাজে লাগাতে হবে।”

ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে এদিন ফের সুর চড়ান তিনি। অভিযোগ করেন, গুরগাঁওয়ে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে। মহারাষ্ট্রে এক রাজবংশী যুবককে কুচিকুচি করে কাটা হয়েছে। এমনকী অত্যাচারের হাত থেকে শিশুরাও রেহাই পাচ্ছে না বলে অভিযোগ মমতার।

মুখ্যমন্ত্রী জানান, দেউচা পাচামিতে এক লক্ষ চাকরি হবে। আমোদপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির কাজ হবে ১৯ কোটি টাকা ব্যয়ে। তারাপীঠ অডিটোরিয়ামের কাজ চলছে জোর কদমে। বাইরে না গিয়েও রাজ্যের মানুষ নিজেদের দক্ষতায় প্রমাণ দিচ্ছেন। সোনার কাজ হোক বা ইন্ডাস্ট্রির কাজ—বাংলার মানুষ ছাড়া চলবে না।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

17 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

40 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

45 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

53 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

58 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago