জব্দ হবে, স্তব্ধ হবে: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নয়া স্লোগান তৃণমূল সুপ্রিমোর

Must read

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শহিদ তর্পণকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উন্মাদনা ছিল। দু’দিন ধরেই পাহাড় থেকে জঙ্গলমহল, সব জেলার তৃণমূলের কর্মীরা আসছিলেন কলকাতাতে। লক্ষ্য একটাই দলনেত্রীর বক্তব্য শুনতে। শহিদ দিবসের মঞ্চ থেকে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হাতিয়ার করেই আগামী দিনে ভোটের ময়দানে লড়াইয়ের রসদ পাবেন তারা। সেইমতোই সোমবার বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দিলেন নতুন স্লোগানও।

আরও পড়ুন- বাংলাকে বদলাতে গেলে দিল্লিতে বদল হবে, একুশের মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দলনেত্রীর

‘বদলা নয়, বদল চাই’ বলে এক সময় স্লোগান দিয়েছিলেন দলনেত্রী। এদিন ধর্মতলায় একুশের মঞ্চ থেকে তিনি (CM Mamata Banerjee) জানিয়েছেন, “এখান থেকেই বলেছিলাম বদলা নয়, বদল চাই। এ বার বলছি, ‘জব্দ হবে, স্তব্ধ হবে।’ তৃণমূলের দর্শন, বিজেপি-বাম বিসর্জন। বাকিটা নির্বাচনের সময় বুঝিয়ে বলব।”

Latest article