প্রতিবেদন : দলের যে সব বিধায়করা নিজেদের এলাকায় ব্লক ও আঞ্চলিক স্তরে কমিটি পরিবর্তন চান, তাঁরা নামের তালিকা পাঠিয়ে দিন অরূপ বিশ্বাসের কাছে। ২৫ ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা পাঠাতে হবে। এক একজন বিধায়ক কমিটির জন্য ৩টি করে নাম পাঠাবেন। সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে এই নির্দেশ দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কার্যত দলকে মাঠে নেমে পড়তে হবে বলে জানিয়ে দেন নেত্রী। কোচবিহার থেকে কাকদ্বীপ— দলের বিধায়কদের উদ্দেশে তিনি বলেন আরও বেশি করে মানুষের কাছে যেতে, জনসংযোগ করতে। অন্যায় করে থাকলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন। এদিন দলীয় বিধায়কদের সতর্ক করে তিনি বলেন, বিজেপি ভোটে জেতার জন্য ভিন রাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম তুলবে। তাই সতর্ক থাকতে হবে সবাইকে।
আরও পড়ুন- শান্তিপূর্ণ মাধ্যমিকের প্রথম পরীক্ষা, জানালেন পর্ষদ সভাপতি
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, বালুর বিরুদ্ধে প্রমাণ দিতে পারেনি। অভিযোগ প্রমাণিত হয়নি আদালতে। শুধুমাত্র রাজনৈতিক কারণে বালুকে আড়াই বছর আটকে রাখা হল। এদিনের বৈঠকে মালদহ, কোচবিহার, দুর্গাপুর, আসানসোল-সহ একাধিক জেলার বিধায়ককে সতর্ক করেছেন নেত্রী। দলের কিছু মানুষের জন্য সম্মান নষ্ট হচ্ছে বলে স্পষ্ট জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অদূর ভবিষ্যতে এসব যে বরদাস্ত করা হবে না, তাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। মদন মিত্রের নাম না করে নেত্রী বলেন, অনেকেই ভুল কথা বলে ক্ষমা চাইছে, চিঠি দিচ্ছে। কিন্তু বারবার কি ভুল করলে ক্ষমা করা যায়? ইটাহারের বিধায়ক ও দলের সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেনের কাজের ব্যাপক প্রশংসা করেন নেত্রী (CM Mamata Banerjee)। তিনি বলেন, মোশারফ যেভাবে গ্রামের বুথে পড়ে থেকে ১২-১৪ ঘণ্টা কাজ করছে, প্রতিদিন জনসংযোগ করছে, পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে যাচ্ছে, তাদের মান ভাঙাচ্ছে, এটা দেখে শেখা উচিত। এটা রাজ্যে মডেল হওয়া উচিত। এরপর মোশারফকে তিনি নির্দেশ দেন তাঁর কাজ সম্পর্কে বাকিদের জানাতে। এদিন মালদহের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, সাবিনা ইয়াসমিন-সহ বাকিদের সব কিছু মিটিয়ে নিয়ে একযোগে কাজে ঝাঁপাতে নির্দেশ দিয়েছেন নেত্রী। দুর্গাপুরের বিধায়কদেরও সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।